সোমবার, ২২ জুন, ২০২০

হিপোক্রেসির কাব্য



হিপোক্রেসির কাব্য
- যাযাবর জীবন

----------------------------
কেও কেও বলে কাব্য হয় বিচ্ছেদে;
একদিন কেও তো ছিলো! এই অনুভবে,
অনুভব তো অনুভবই,
যখনি তার কথা মনে হয়!
যখনই সৃতি দাগ কাটে মনে, কলম দাগ কাটতে বসে যায় কাগজে
কখনো কবিতার ছন্দে, কখনো বা স্মৃতির রোমন্থনে
আরে বাবা!
মনে স্মৃতির জাবর না কাটলে কবিতা হবে কি করে?

আর মিলনে?
সে তো ঘরের বৌ!
এখানে কাব্য কোথায়?
এখানে দৈনন্দিন হাঁড়িকুঁড়ি
বাজার সদাই এর ফর্দ
এটা নাই ওটা নাই
এটা চাই ওটা চাই
সকালে নাস্তা করে অফিস যাই
রাতে রমণ শেষে দুজন দুপাশ ফিরে ঘুমাই;
ধ্যাত! এটা কিছু হলো?

আরে বাবা!
হলো, এটাও হলো
সংসার কারো কাছে যন্ত্রণা
আর কারো কাছে সংসারটাই কবিতা
যে যেভাবে দেখে,
তুমি কিভাবে দেখছ?
ওহে বাছা!
তোমার তো দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় হলো;

আচ্ছা! বৌ কে যখন গভীর আবেগে বুকে জড়িয়ে ধর
তখন, ঠিক তখনই কি পুরনো প্রেমিকা মাথাচাড়া দেয় কখনো?
এই যে সারাদিন বৌ এর সাথে লেপ্টে থাকো!
কবিতায় কেন প্রেমিকা আঁক?

আচ্ছা! হিপোক্রেসিকে কবিতার ভাষায় কি বলে?

৩১ মে, ২০২০

#কবিতা

ছবিঃ নেট থেকে সংগৃহীত, কিছুটা এডিট করা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন