মেঘের ভালোবাসা, মেঘের কান্না
- যাযাবর জীবন
আজ সারাদিন মনখারাপের টিপটিপ বৃষ্টি
অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না
অনেক দিন ভেজা হয় না তোতে
একটু ভিজবি?
চল;
বৃষ্টিতে কোন প্রেম নেই
নেই আবেগ, নেই অনুভূতি
ঝিরঝির করে ঝরছে শুধুই জল
চল আজ বৃষ্টিতে ভালোবাসা মেশাই
চল আজ বৃষ্টিকে ভালোবাসা শেখাই,
চল ভিজি, চল!
এই যে টিপটিপ টিপটিপ ঝরছে!
বৃষ্টিতে শুধুই জল দেখে সবাই
মেঘের কান্না কেও বোঝে না
বোঝে না মেঘের অনুভূতি, মেঘের মন খারাপ
তাই তো বাতাসে মেঘের ইতিউতি চলাচল
কে মেঘের মন বোঝে, বল?
আরে মনে ভালোবাসা থাকলে তবেই না কান্নার জল;
মেঘের আজ বড্ড মন খারাপ
মন খারাপ আমারও
আচ্ছা! তোর মন ভালো আছে আজ?
তবে ভালোবাসাবাসি করি, চল!
আজ ভালোবাসায় বৃষ্টি নামাই
ভালোবাসায় তোকে ভেজাই, চল!
সবাই কি আর ভালোবাসতে পারে রে?
মেঘ পারে, নদী পারে, সাগর পারে
ওদের সবার আছে জল,
আমি তো কেবল শিখছিই আর শিখছি,
মেঘের কান্নায়, বাতাসের হো হো শব্দে
ঝড়ে, ঝঞ্ঝায়, বন্যায় আর সাগর জলে
আর চেখে যাচ্ছি মনের লবণ জল;
আচ্ছা! তোর চোখে কেন এত জল?
অনেক ভালোবাসিস বুঝি?
তাহলে বল
চিৎকার করে বাতাসের হো হো শব্দ ছাপিয়ে দিয়ে বল
"ভালোবাসি"
"ভালোবাসি"
"ভালোবাসি"
তারপর সব ওলোটপালট করে দিয়ে
দুজন ভালোবাসার কান্নায় ভিজি চল।
১১ জুন, ২০২০
#কবিতা
মেঘের ভালোবাসা, মেঘের কান্না

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন