সোমবার, ২২ জুন, ২০২০

দুষ্ট লোকের কথা



দুষ্ট লোকের কথা
- যাযাবর জীবন


সফল প্রেমিক নাকি প্রেম করে সংসার করে
আর ব্যর্থ প্রেমিক কবিতা লিখে,
দুষ্ট লোকে বলে;

কই!
আমি তো তোর সাথে প্রেম করতে করতেই কবিতা লিখি
অথচ তুই আমার ঘরে
আমি তোর সাথে প্রেম করে করেই তোকে আঁকি
যখনই তুই মন ঘরে,
কবিতার ছলে;

কেও কেও বলে আমার নাকি গল্প ভালো আসে
আমি মাঝে মাঝে কাগজ কলম নিয়ে বসি গল্প লিখব বলে
তারপর এক খাতা তোকে এঁকে প্রেম করি তোর সাথে
তোর ঘরে, আমার ঘরে
প্রেম করে
আর শুধু প্রেম করে,
তোর ঘর আর আমার ঘর তো একই ঘর, তাই না রে?
আর গল্পটা কখন জানি কবিতা হয়ে যায়! তোর মুখ মনে এলে;

আরে প্রেমেও কবিতা হয়!
যদি তালে সুর মেলে
মন ভালোবাসা হলে
আর গল্পগুলো কবিতা হয়ে যায় মনে তুই এলে;
দুষ্ট লোকে খামোখাই বাজে কথা বলে।

১০ জুন, ২০২০

#কবিতা
দুষ্ট লোকের কথা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন