সোমবার, ২২ জুন, ২০২০

চাটুকার বিশেষণ




চাটুকার বিশেষণ
- যাযাবর জীবন


চাটুকারে চাটুকার
চারিদিকে চাটুকার
খোলা আছে হাটু কার
একটু চাটবে, যাকে পাবে তার

চাটাচাটি করে সে
চাটুকারি করে যে
হোক সে মন্ত্রী কিবা হোক রাজাকার
চোখবন্ধ চেটে যায় একমনে চাটুকার

এই যে চাটছিস! পেলি কি কিছু?
তুই বল দেখি, বাকি আছে কি আমার?
তোর আগেও চেটে গেছে
বহু বহু চাটুকার;

কেন? অনেক পেয়েছি উচ্ছিষ্ট, রুটি আর রুজি
চাটায় জুটেছে হালুয়ার চিনি সুজি
চাটার পাশাপাশি আপনাকে করেছি সম্ভাষণ
বিনিময়ে বিশাল প্রাপ্তি, চাটুকার বিশেষণ।

১৩ জুন, ২০২০

#কবিতা
চাটুকার বিশেষণ
- যাযাবর জীবন






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন