বৃষ্টির স্মৃতি
- যাযাবর জীবন
বৃষ্টি নামলেই মন খারাপ
ঝুম বৃষ্টিতে তো কথাই নেই
মনে আছে তোর!
ঐ যে আমরা ঝুমঝুমান্তি ভিজেছিলাম সেই?
টিপ টিপ টিপ টিপ আকাশের কান্না
আকাশের অভিমান?
ভিজতে ভিজতে ঠোঁটের কোলাজ
বৃষ্টির প্রতিদান;
মেঘ ঘন হতেই তুই ঘন হয়েছিলি বুকে
তুই ঘন হতেই ঠোঁট ছুঁয়েছিল ঠোঁটে
তারপর টিপ টিপ হতে ঝুম বৃষ্টি নামলো
ভিজলাম আমরা ভেজা প্রেম নামলো
আচ্ছা, বলতে পারিস!
স্মৃতিগুলো কেন নেমে আসে আকাশ থেকে?
আর মন খারাপের হাওয়া বয়ে যায় চারিদিকে
দাঁত কামড়ে কলম আমার কেনই বৃষ্টি আঁকে?
বৃষ্টি আঁকে কি? নাকি তোকে?
স্মৃতির বাস কোথায়? মস্তিষ্কে না বুকে?
আজ বৃষ্টি নেমেছে ধুম, ভিজবি আমার সাথে?
নাকি কলমে প্রেম আঁকব? চিরাচরিত মনে করে তোকে।
১৩ জুন, ২০২০
#কবিতা
বৃষ্টির স্মৃতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন