হৃদয় জাগাতে হয়
- যাযাবর জীবন
এই যে পাগলের মত আদর কর!
শুধু তো শরীরটাকে ছানো
মন বুঝ কি?
নারী চেনো?
আমি ওর মাঝে ডুবে যেতে যেতে কিছু বিড়বিড়ানি শুনছি
বোধগম্য হচ্ছে কি?
ধ্যাত! এ সময় কে হাবিজাবি বুঝতে চায়!
আমি শরীর বুঝি, শরীর খুঁজি
কামে অন্ধে'র আবার বিচার বিবেচনা আছে নাকি?
শাড়ির ভাঁজ খুলতে খুলতে যখন শরীরের ভাঁজে হাত দেই
সূর্যের বিস্ফোরণ তখন আমার গায়
লবণে ভিজতে আমি সাগরে ডুবতে যাই
কে যেন ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আমায়;
আমি চমকে উঠে যাই
তোর চোখে তাকাই
ওখানে সূর্য নেই, নেই উত্তাপ
বরফ শীতলতায় বিড়বিড় করছে তোর ঠোঁট
- 'ওখানে নয় ওখানে নয়
এই যে স্তনে ধরে আছ! ঠিক তার দু ইঞ্চি নীচে হৃদপিণ্ড রয়
ওখান থেকে শুরু করতে হয়'
ওখানে প্রাণ আছে
প্রথমে প্রাণ জাগাতে হয়
তারপর প্রেম জাগাতে পারলে তবেই না কাম
আর নয়তো কুকুর রমণে ঝরে শুধুই পুরুষের ঘাম,
আগে নারীকে বুঝতে হয়
নারীতে ডুব দেয়া? এত সোজা নয়;
আমার শরীর হঠাৎ করেই থার্মোমিটারর কাঁটায় হিমাঙ্ক ছুঁয়ে যায়
রিপুর আয়না ভেঙে যেতেই চপেটাঘাত বোধোদয়
তাই তো! পুরুষ হতে হলে আগে প্রেমিক হতে হয়
তারপর হৃদয়টা ছুঁতে হয়
তবেই না নারী কথা কয়!
তবেই না শরীর শরীরের হয়!
হ্যাঁ, নারীতে ডোবা খুব সহজ কাজ নয়।
১১জুন, ২০২০
#কবিতা
হৃদয় জাগাতে হয়
- যাযাবর জীবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন