সোমবার, ২২ জুন, ২০২০

স্বীকারোক্তি




স্বীকারোক্তি
- যাযাবর জীবন


মাংসের ওপর চামড়া পরত, ভেতরে হাড়ের কঙ্কাল
হৃদপিণ্ড ফুসফুস যকৃত আরো কত কি? আর মস্তিষ্ক ভরা একটা মাথার খুলি,
আচ্ছা! তাহলে মন কোথায় থাকে? হাড়ে, মাংসে, চামড়ায়, হৃদপিণ্ডে নাকি মস্তিষ্কে?
মন কোথায়? আমিতো রিপুতে মোড়া চামড়ার খোলস দেখি;

কেও না জানুক, আমি তো জানি;

মনের খোলস খুলতে খুলতে দেখি কালো লোভের খোলস
লোভের খোলস ঢাকতে গিয়ে ঢুকে যাই মিথ্যের খোলসে
মিথ্যে ঢাকতে গিয়ে অপরাধের জগতে, তারপর হেরে যাই রিপুর কাছে
ঐ তো আয়নার ভেতরে রক্ত মাংসের জলজ্যান্ত পাপ;

কেও না জানুক, আমি তো জানি

তারপর একসময় চামড়ায় টান ধরে জীর্ণতা
ন্যুজ্ব কুঁজো হয়ে আসে হাড়ের কঙ্কাল
সারারাত পাপ করে ভোরের সূর্যে অনুতাপের নিঃশব্দ চিৎকারে স্বীকার করি
হ্যাঁ, আমিই মন; চামড়ার খোলসে মোড়া রিপুর কাছে পরাজিত একদলা এঁটেল মাটি

কেও না জানুক, আমি তো জানি।


৮ জুন, ২০২০

#কবিতা
স্বীকারোক্তি






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন