শুক্রবার, ২৬ জুন, ২০২০

দুপুরের মন খারাপ



দুপুরের মন খারাপ
- যাযাবর জীবন


সকালটা ছেলেবেলা, দুরন্তপনা
ভর দুপুর, ভরা যৌবনের
বিকালটা ঢলে পড়া
সূর্যাস্তে আর আলো কোথায়?
আমি রাত হয়েও সকাল দেখি স্বপ্ন চোখে
সকাল দেখতে দেখতে দুপুরে এসে থমকে যাই
তারপর তো পুরোটাই তুই,
তুই দুপুরে এসে থমকে গেছিস আমার চোখে;
ভালোবাসার মানুষের আবার বিকেল কি রে?

আজ মধ্য দুপুরে আকাশটা সন্ধ্যের ঘ্রাণে রাঙানো কেন রে?
তোর কি মন খারাপ?
আমি কিন্তু দূর থেকেই তোর মনের গন্ধ পাই,
ভালো থাকলেও পাই, খারাপ থাকলেও পাই;
কিভাবে?
আমার মত ভালোবাসলে জিজ্ঞাসা করতি না।

২৬ জুন, ২০২০
#কবিতা

দুপুরের মন খারাপ
- যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন