অনুভূতির নাম
- যাযাবর জীবন
আলোটা বড্ড চোখে লাগছে
বলতেই তুই বাতি নিভিয়ে দিলি
অথচ যদি আমার চোখ পড়তে পারতি তবে বুঝতি
বড্ড চুমু খেতে ইচ্ছে করছিলো তোকে
বড্ড মেঘ করেছে আজ
বলতেই তুই ঘরের আলো জ্বালিয়ে দিলি
অথচ অথচ যদি আমার চোখ পড়তে পারতি তবে বুঝতি
আজ আমার বড্ড মন খারাপ
কি তুমুল বৃষ্টি হচ্ছে, তাই না?
বলতেই তুই জানালার পর্দাগুলো টেনে দিয়ে বললি, দেখো আবার ভিজো না যেন
অথচ অথচ যদি আমার চোখ পড়তে পারতি তবে বুঝতি
তোকে নিয়ে বড্ড ভিজতে ইচ্ছে করছে ঝুম বৃষ্টিতে
আচ্ছা! চোখে কি ভাষা লেখা থাকে না?
তবে পড়তে পারিস না কেন রে?
এই যে রোদ উঠলে তোর মাঝে রাগের তেতে ওঠা দেখি!
এই যে চায়ের কাপে চুমুকে চুমুকে তোকে চুমু খেতে ইচ্ছে করে
এই যে বৃষ্টি হলেই তোর সাথে ভিজতে ইচ্ছে হয়
এই যে সূর্যাস্ত দেখতে দেখতে তোতে ডুবে যেতে ইচ্ছে করে
এই যে জ্যোৎস্না দেখতে দেখতে তোকে দেখি
এই যে অন্ধকারে এত এত কবিতা লিখি!
চোখের ভাষা বুঝিস না কেন রে?
বুঝেছি, তুই আমার চোখ পড়তেই চাস না রে!
আসলে ভালোবাসার মানুষের চোখ পড়তে নেই
ওখানের সুখ আর আনন্দটুকু যদিওবা হাসায়
তবে বেদনাগুলো তারচেয়ে অনেক বেশী কাঁদায়।
এই যে তোকে দেখলেই,
তোর চোখ পড়লেই,
আমার ভেতরের যে অনুভূতিগুলো জেগে ওঠে!
এ অনুভূতিগুলোর কি কোন নাম আছে?
০১ জুন, ২০২০
#কবিতা
ছবিঃ নেট থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন