তুই হয়ে
- যাযাবর জীবন
যতটুকু ক্ষমতায় ছিলো দিয়েছি তোকে,
তবুও কি পুরোপুরি দেয়া হয়েছে?
আমি আর কতটুকুই বা দিতে পেরেছি তোকে?
একটা পাহাড় চেয়েছিলি, দিতে পারিনি
একটা জঙ্গল চেয়েছিলি, দিতে পারি নি
একটা নদী চেয়েছিলি, দিতে পারিনি
একটা সাগর চেয়েছিলি, দিতে পারি নি
একটা চাঁদ চেয়েছিলি, দিতে পারি নি
একটা আকাশ চেয়েছিলি, দিতে পারি নি
কতোটুকুই দিয়েছি তোকে?
তবুও চেষ্টার কিছু কম তো করি নি;
যখন পাহাড় চেয়েছিলি তোকে নিয়ে গিয়েছিলাম পাহাড়ে
দুদিন পাহাড়ে থেকেই তুই হাঁপিয়ে উঠেছিলি
বললি এখানে নয় এখানে নয় জংগলে চলো
আমরা দুজন মিলে জংগলে চলে গেলাম
দুদিন ঘন জংগলে তাঁবু খাটালাম
জংগলের নিস্তব্ধতা সইলো না তোর, বললি নদী চাই
আমি নদীতে নিয়ে গেলাম তোকে
নৌকোর ওপর দুদিন থেকেই হাঁপিয়ে উঠেছিলি
বললি উঁহু এখানেও হবে না তোর সাগর লাগবে
নিয়ে গেলাম সাগরে, দুদিন অনেক করে বালিয়াড়ি ধরে হেঁটে বেড়ালাম
তোর মন ভরলো না, একদিন সাগর সাঁতারে কিছু লবণ মুখে যেতেই বললি
ধ্যাত! সাগর পচা, লবণে ভরা, তোর চাঁদ চাই
চাঁদে আমি কিভাবে যাই?
একদিন খুব জ্যোৎস্না উঠলো যেদিন তোকে চাঁদ দেখালাম
সারারাত চাঁদের নীচে প্রেম করে বললি উঁহু, চাঁদে দাগ, তোর আকাশটাকেই চাই
আচ্ছা! তুইই বল, আকাশ আমি দেব কিভাবে?
আমি তোকে নীল দিতে চাইলাম তুই বললি হবে না
আমি তোকে ভোরের লাল দিতে চাইলাম তুই বললি বড্ড ফিকে
আমি তোকে সূর্যাস্তের গাঢ় লাল দিতে চাইলাম তুই বললি বেশি লাল
তারপর তোকে রাত দিলাম, অন্ধকারে ভয় পেয়ে তুই আমায় জড়িয়ে ধরলি
অভিমানে বললি, ওগুলো কিছুতেই তোর মন ভরছে না;
আমি বিহ্বল হয়ে বললাম, তাইলে কি দেব বল তোকে?
অনেক অনেকক্ষণ চিন্তা করে বললি - 'আমি তোমাকেই চাই'
আমি বললাম ব্যাস! ওটুকুই?
তুই আবারও চিন্তা করে বললি
হ্যাঁ,
তোমার কাছে ওটা ওটুকুই
আমার কাছে পাহাড়
ওটুকুই আমার জঙ্গল
ওটুকুই আমার নদী
ওটুকুই আমার সাগর
তুমিই আমার চাঁদ, তুমিই আকাশ
ওটুকু হলেই আমার আর কিছু চাই না, ব্যাস;
আমি আর কতোটুকুই দিতে পারি বল!
তবে সেই থেকে তোকে আমি আমায় দিলাম
পুরোটাই, আমার আর কিছুই রইলো না আমার হয়ে
আর তারপর থেকে আমি তোর হয়ে রইলাম 'তুই হয়ে'।
১৫ জুন, ২০২০
#কবিতা
তুই হয়ে
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন