তোকে আঁকার অনুভব
- যাযাবর জীবন
আঙুলে আঙুল
স্পর্শে ছোঁয়া
ঠোঁটে ঠোঁট
স্পর্শে অনুভব
এ কেমন অনুভূতি?
স্পর্শই সব?
এই যে তোর আঙুল নিয়ে খেলি
ডুব দেই ঠোঁটে
তারপর তোতে,
সে তো শরীর! অল্প একটু সময়ের অনুভব
কাম তো মিটে যায় না হয় চব্বিশ মিনিটে!
তাহলে চব্বিশ ঘণ্টা রক্তে ওটা কিসের টান মিশে?
কেন তোর জন্যে সারাক্ষণ এক আজব অনুভব!
মায়া! উঁহু আরও অনেক বেশি কিছু;
ভালোবাসা!
বলতে পারি কি?
নইলে কেন বারবার, বারবার ঘুরেফিরে তোকেই আঁকি?
২৩ জুন, ২০২০
তোকে আঁকার অনুভব
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন