নেমে যাওয়া পথে
- যাযাবর জীবন
রাস্তাগুলো বন্ধুর
কাঁচাপাকা উঁচুনিচু আঁকাবাঁকা
পথের কিংবা জীবনের;
একবার পেছন তাকিয়ে দেখ!
যে লম্বা পথটা দেখছিস! এটা পেছনে ফেলে আসা
অনেকটা পথ পাড়ি দেয়া হয়ে গেছে জীবনের;
ঐ যে সামনের পথটা দেখছিস!
অল্প একটুই বাকি মাত্র
এঁকেবেঁকে নেমে গেছে সামনের ষ্টেশনে,
ওটাই শেষ ষ্টেশন;
পথের সাথে সাথে নামছি আমিও
নামতে মন চায় না তবুও নামতে হয়,
এই তো! পথটুকু শেষ হলেই থেমে যাব
ট্রেনটা থেমে গেলেই;
ঐ দেখ! দূরে মেঘ জমছে
কোথাও হালকা কোথাও ভারী
বৃষ্টি নামবে যে কোন সময়, মেঘের কান্না পেলে;
হয়তো অপেক্ষা আমার ষ্টেশনে পৌঁছানোর!
তারপর চারিদিক ভেজাবে অঝোর ধারায়
ভিজবে তোর চোখ কান্নায়, ট্রেনটা থেমে গেলে।
২২ জুন, ২০২০
#কবিতা
নেমে যাওয়া পথে
- যাযাবর জীবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন