সোমবার, ২২ জুন, ২০২০

সপ্তম রিপু



সপ্তম রিপু
- যাযাবর জীবন


কামের বাসনায় এই যে সারাক্ষণ আচ্ছন্ন হয়ে থাকি!
আচ্ছা, আমি মানুষ নাকি?
পশুরও তো কাম থাকে, আমার থাকতে দোষ কি?

ক্রোধে অন্ধ হয়ে প্রায়শই এই যে লঙ্কাকাণ্ডগুলো ঘটাই! আমি কি ঘটাতে চাই?
যখন রাগে আমি হিংস্র, তখন কেও আমাকে দেখেছ? আমি কোথায় থাকি আমার বশে?
আরে বাবা রাগ তো পশুতেও দেখায়, আমার থাকলে দোষ কোথায়?

লোভের কি কোন সীমারেখা আছে?
অতৃপ্ত লালসা'কে কেই বা তৃপ্ত করাতে পেরেছে?
লোভী সবাই, আমার হতে দোষ কি?

মোহে অন্ধ থাকি ক্ষণস্থায়ী কিছু ভ্রান্ত ধারণায় আর উল্লসিত ক্ষণপ্রাপ্তিতে
নৈতিক স্খলন? আরে ওগুলো বইয়ের ভাষা,
মায়ার হাতছানি কে না পেয়েছে?শুধু আমায় দোষ দিও না;

মদ তো মানুষেই খায়? কেও মাতাল হতে কেও অহংকারে, কেও দম্ভভরে
অহংকারীর পতন? নিজের চরকায় তেল দাও তো! উপদেশ দিতে এসো না;
আমি এখন অহংকারের রঙ্গিন নেশায়, জানো না আমার দম্ভ কাটে না!

মাৎসর্য্য আবার শব্দ হলো নাকি? তুমি অন্যের ভাল সইতে পার না তাতে আমার কি?
এই যে তুমি এত ওপরে উঠে গেছ! আমারও তো জ্বলে, হ্যাঁ! হিংসায় জ্বলে পুরে শেষ হই আমি
তবুও তোমাকে ছুঁতে পারি কি? না তোমার অবস্থানে পৌছুতে পারি?

সপ্তম রিপু'টি খুঁজছ? আয়না দেখ; আপাদমস্তক রিপুতে রিপুতে পরিপূর্ণ
হাঁটাচলা করা এক রক্ত মাংসের পিণ্ড, আমি নামের এক 'আয়না-মানব';
আমি আয়নায় আমাকে দেখতে পাই না, সপ্তম রিপুর পুরোটাই অন্ধকার।


৮ জুন, ২০২০

#কবিতা
সপ্তম রিপু




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন