শুক্রবার, ২৬ জুন, ২০২০

কথাদের কথোকথা



কথাদের কথোকথা
- যাযাবর জীবন


সময়ের সাথে সাথে কথাদের জন্ম হয়,
যখন থেকে মন ভালোবাসা হয়;

তারপর প্রেমের আবেশে কথাদের যৌবন আসে
কথাগুলোকে তখন কলকাকলি মনে হয়,
ভালোবাসা কথা কয়;

একসময় ভালোবাসার অনাদরে মন শ্যাওলা হলে
কথাদের গায়েও শ্যাওলা জমে
আর ধীরে ধীরে কথা ফুরোতে ফুরোতে কথাদের যৌবনে টান ধরে;

আরো কিছু সময় পার হলে ধীরে ধীরে ভালোবাসার মৃত্যুতে
কথাগুলো নিশ্চুপ থিতু হয়, কখনোবা কথাগুলোর মৃত্যু হয়;

নিশ্চুপ থিতু কথাগুলো ভালোবাসার সুবাতাস পেলে আবার কথা কয়
আবার কথাদের নতুন জন্ম হয়
আবারও কোন এক ভালোবাসার আঘাতে মরে যেতে;

বড্ড অদ্ভুত কথাদের জীবন;
তাই না?

২৪ জুন, ২০২০

#কবিতা
কথাদের কথোকথা



ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন