সোমবার, ২২ জুন, ২০২০

স্পর্শে অনুভব



স্পর্শে অনুভব
- যাযাবর জীবন



স্পর্শে স্পর্শ আছে, স্পর্শে আছে গন্ধ
কেও স্পর্শই বোঝে না, মন যাদের অন্ধ
কেও স্পর্শে স্পর্শই পায়, কেও পায় অনুভব
স্পর্শে কেও ভালোবাসা পায়, আর অনুভূতিগুলো সব;

স্পর্শের কতই না রকমফের!
যারা অনুভব করে শুধু তারাই জানে
আর বাকিরা?
ডিকশনারিতে স্পর্শ বলে একটা শব্দ আছে মানে;

মায়ের স্পর্শ মায়ের পেট থেকে
মায়ের গায়ের গন্ধ! মায়ের বুকে লেপ্টে থেকে
ওখানে শান্তি শান্তি একটা পবিত্র অনুভব
ও গন্ধে মা'য়ের অস্তিত্ব থাকে;

বাবার স্পর্শ? সে তো নির্ভরতা!
মরুভূমিতে যেন বটের ছায়া
ঝুম বৃষ্টিতে মাথার ছাতা
স্পর্শে অনুভব, স্পর্শে মায়া;

প্রেমিক-প্রেমিকার স্পর্শ! প্রথম প্রথম কামোদ্রেক
তারপর হয়তো পুরোটাই কাম!
তবে যখনই স্পর্শের অনুভবে নির্ভরতা
তখনই আপন করে নেয়ার নাম;

স্বামী-স্ত্রী সম্পর্ক পবিত্র, অনুভবে অনুভব
স্পর্শে ভালোবাসা স্পর্শেই সব অনুভব
যখনই স্পর্শে ঘৃণার অনুভূতি, তখনই আলাদা পথ
স্পর্শে নির্ভরতা? পাশাপাশি থাকার শপথ;

সন্তানের স্পর্শ? ছোটহাতে পেয়েছিলাম অনেক
তারপর? হাত বড় হতে হতে মাথায় আমার থেকেও বড়
একসময় তারও পরিবার হয়, দূরে সরে যায় আরও
বাবা-মায়ের স্পর্শ থেকে এখন সন্তানের স্পর্শ প্রিয়;

এই যে ঘুমের মাঝে হাত বাড়িয়ে তোকে খুঁজি!
কেও তো পাশে আছে! হাতে হাত পড়লেই বুঝি
নির্ভরতা আমার থেকে ভালো চেনে আর কে?
ভালোবাসায় তোর হাত, যুগযুগ স্পর্শ করে রেখেছে যে।


১০জুন, ২০২০

#কবিতা
স্পর্শে অনুভব













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন