সোমবার, ২২ জুন, ২০২০

ভেজা রংতুলি





ভেজা রংতুলি
- যাযাবর জীবন


একটা সময় ছিলো
তার জন্য সকাল হতো
ভোর হতো আকাশ
একটা পরিযায়ী পাখি ঢুকতো আমার ঘরে
আমায় জাগিয়ে তুলতো তার নরম ডানাগুলো খুলে খুলে
আর তার বিছানো চুলের ঘাসে লেগে থাকতো কিছু শিশিরের জলরাগ
আমি তার ঠোটের কমলা থেকে একটা কামড় খেতেই
ক্যানভাসে মালটার রঙ ধরে যেত
তার বুকের ডালিম ভাংতেই পেন্সিলের ডগায় চলে আসতো সূর্যের লাল রঙ
আমি জলরং খুঁজতে খুঁজতে একটা নদী খুঁজে যেতাম,
তাকে আঁকব বলে;

তার দুষ্কর বাঁকে বাঁকে নিজেই হারিয়ে গিয়েছি কতবার!
সেদ্ধ হয়েছি তার ভেতর জমিয়ে রাখা বুনোতাপে
ভালোবাসার জলীয়বাষ্পে মেঘ জমে উঠতো আকাশে আকাশে
আমি বুকের পাঁজরে তাকে ঢেকে নিতেই শরীরে ঝড়
প্লাবন ডাকতো নদীতে আর প্রচণ্ড ঢেউ এ নৌকোর দুলুনি
তারপর ঝুমঝুমান্তি বৃষ্টিতে ধুয়ে যেত রংতুলি;

তাকে আর আঁকা হতো না,
কি করে আঁকব বল!
বৃষ্টিস্নাত ক্লান্ত শ্রান্ত শরীরটায় ঘুম যে বড্ড টানে
আর তার আদর মেখে থাকে অনুভবের অস্তিত্ব জুড়ে।


১৩ জুন, ২০২০

#কবিতা
ভেজা রংতুলি
- যাযাবর জীবন






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন