সোমবার, ২২ জুন, ২০২০

বোধের গভীরে



বোধের গভীরে
- যাযাবর জীবন


কতটুকু গড়াতে পার নদী? পাহাড় থেকে সাগর!
আমিই বা কতোটুকু পারি? ভাসতে ও ডুবতে;

যতটুকু পেরেছিলাম ভেসেছি,
তারপর একসময় টুপ করে ডুবে গেছি, মরে;
দমবন্ধ প্রেম মানেই তো মরণ! তাই না?

তারপর অনেকদিন হাঁসফাঁস দমবন্ধ থেকে
ভুশ করে ভেসে উঠেছি কোন এক তারার রাতে
আমারও যে একটু আলো হাওয়ার দরকার আছে!
তারপর সাঁতরে সাঁতরে চলে এসেছি তীরে;

এখন আর প্রেম টানে না
আমি পাহাড় থেকে সাগরে নদীর বয়ে যাওয়া দেখি
ভাবলেশ নির্লিপ্ত চোখে;

এক এক সময়ের এক এক ধরণের টান আসে জীবনে,
কখনো পাহাড় টানে, কখনো নদী, কখনো সাগর
কখনো আকাশ কখনো প্রেম কখনো মন,
নিস্তব্ধতার যে ভয়াবহ টান আছে!
নারী বুঝেছিলো কবে?

নীরবতার ভাষা কখনোই বোঝে না নদী
সে কলকল কলকল বয়েই চলে আপন খেয়ালে,
আমি আলুথালু রোদের ভেতর বধির বসে থাকি
বোধের উঠোন ভেঙে বোধহীন তারাদের দেখি, বোধের চোখে;

আজকাল কোথাও কোন টান অনুভব করি না,
না নদীর না নারীর না ভালোবাসার;
শুধু অন্ধকারের এক গভীর ডাক শুনি বোধের গভীরে
সময় হয়েছে এবার অন্ধকার হওয়ার।


২২ জুন, ২০২০

#কবিতা
বোধের গভীরে
- যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন