আমার বারান্দায়
অনেকগুলো চড়ুই পাখি
অনেকগুলো কিচিমিচি,
কি করছে ওরা?
ঝগড়া করছে না ভালোবাসছে?
প্রেমের কথা বলছে? নাকি অন্যকিছু?
ক্ষণে ক্ষণে ঠোঁটে ঠোঁটে কি যেন বলছে?
চুমু খাচ্ছে না তো!
হয়তো, হয়তো না
হয়তো সুখের কথা বলছে
হয়তো দুঃখের কথা বলছে
হয়তো ক্ষুধার কথা
হয়তো পিপাসার কথা
হয়তো বর্তমানের সমস্যা
হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা
কিছু না কিছু তো বলছেই;
আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
এত সুখ কোথা থেকে আসে ওদের মাঝে
যখনই দেখি জোড়ায় জোড়ায় দুজনে দুজনে
জোড়া ভাংতে দেখি নি কখনো পাখিতে;
আচ্ছা! মানুষেরও তো জোড়া আছে
তবু কেন এত বিভক্তি জোড়ার মাঝে?
এত ঝগড়া
এত অতৃপ্তি
এত অবিশ্বাস
এত ভেঙে যাওয়া
শুধুই মানুষের মাঝে!
মানুষ থেকে বেশী আর কোন প্রজাতি জোড়া ভাঙে?
৩০ আগস্ট, ২০২০
#কবিতা
জোড়ায় জোড়ায়
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
জোড়ায় জোড়ায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন