ছিলো এক ছন্নছাড়া জীবন
ভালোই ছিলো যেখানে যেমন
যখনই চার চোখের মিলন
তখনই উড়ু উড়ু মন
প্রেমের কিছু তাপ
মনের কিছু ভাপ
কাছে আসার চেষ্টা
কিছু শরীরের তেষ্টা
সারাক্ষণ উড়ুক্কু মন
কাছে আসতে চায় দুজন
শরীর শরীর কাছাকাছি হলে
ভালোবাসা কথা বলে
মন ছুঁয়ে ছুঁয়ে প্রেম
শরীর ছুঁয়ে ছুঁয়ে খেলা
উচাটন দুটি হৃদয়
যখন তখন সারাবেলা
খেলতে খেলতে রাগ
খেলতে খেলতে অনুরাগ
খেলতে খেলতে বিচ্ছেদ
খেলতে খেলতেই সম্পর্কচ্ছেদ
খেলা শেষে যত রাগ
খেলা শেষে অনুতাপ
খেলা শেষে ক্ষরণ
ভালোবাসার মরণ
দুজনার দুটি পথ
বিষণ্ণ মনোরথ
অথচ মনের আড়
পারে না করতে পাড়
এখানে যখন ঝুম বৃষ্টি
ওখানে ভিজছে সে একা
ওখানে মনখারাপের জ্যোৎস্না
এখানে বিষণ্ণ সে একা
ভালোবাসার পুরনো স্মৃতি
অনুরাগ অনুভূতি
মনে যখনই স্মৃতির দাগ
কাগজে কালির আঁক
বিচ্ছেদের বিষম ফাঁদে
ক্ষরণে দুজনই কাঁদে
মনে হারানো ভালোবাসার তেষ্টা
খাতায় কবিতা লেখার চেষ্টা।
০৩ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
কবিতা লেখার চেষ্টা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
কবিতা লেখার চেষ্টা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন