বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

ভার্চুয়ালের RIP

এই যে ভার্চুয়ালের শৃঙ্খলে বন্দী জীবন!
খুব স্বস্তিকর কি?
এই যে সময়ে অসময়ে আমাদের খুব ব্যক্তিগত মুহূর্তগুলো পোস্ট করি!
এর ওর তার তার জন্মদিন!
এর তার ওর নানাবিধ বার্ষিকী!
এতে ফেসবুকের হাজার বন্ধুর খুব যায় আসে কি?  
তাও নিজের জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে যদি অন্য বন্ধুরা শুভেচ্ছা জানায়
সেটা এক কথা
যেখানে ফেসবুক নিজেই নোটিফিকেশন পাঠাস সকল বন্ধুদের
সেখানে আগ বাড়িয়ে আজ আমার জন্মদিন, আজ আমার বিবাহ বার্ষিকী
আমাকে উইশ করো, খুব সস্তা হয়ে গেলো না কি?
কি জানি বাপু! আমি কম বুঝি;

আমি কোথায় যাই, কি করি!
ক্ষণে ক্ষণে ছবি তুলি
ক্ষণে ক্ষণে পোস্ট করি
খুব ব্যক্তিগত নয় এগুলো!
খুব কি দরকার মানুষকে বলে বেড়ানো?
আহা উঁহু ইশশ বেশ কুড়ানো!  

আমার অনুভব, আমার অনুভূতি একান্তই আমারই  
তবুও খুশি ভাগ করা নেয়া মেনে নেয়া যায়,
কিন্তু বাবা মা, ভাই বোন কিংবা সন্তানের মৃত্যুদিনগুলো?
ওগুলো তো শুধুমাত্র আমারই স্মৃতি, বেদনার সাদাকালো,  
মানুষ জেনে করবেটা কি?
একটু উঁহু, আহা!
তাতে হবে'টা কি!
যিনি মারা গিয়েছেন ওনার কি কোনো লাভ হবে?
তারচেয়ে নীরবে নিভৃতে জায়নামাজে ভাই বোন সন্তানের জন্য একটু দোয়া
বাবা মায়ের জন্য, রব্বীর হাম-হুমা কামা রাব্বায়ানি সাগিরা
যথেষ্ট নয় কি?

সবচেয়ে উত্তম দোয়া বাবা মায়ের জন্য রব্বীর হাম-হুমা
আর মন থেকে বের হওয়া সন্তানের চোখের পানি
কজন করি? কজন জানি?
অথচ কথায় কথায় ফেসবুক ওয়ালে সেটে দেই মৃত বাবা মায়ের ছবি!  
ওনাদের কোন উপকারে আসে?

এই যে স্ট্যাটাস দেই!
একটু আগে আমার বাবা মারা গেলেন
একটু আগে আমার মা মারা গেলেন
বাবা মা হারিয়ে মনের দুঃখে ভাসতে ভাসতে, ফেসবুকে ঢুকি কি করে!
আরে বাবা ফেসবুকে সময় না দিয়ে দাফন কাফনের কাজটুকুতো আজ করি!
একটা দিন ভার্চুয়াল থেকে না হয় দূরেই থাকি!
একটু দোয়া দরূদ পড়ি!
আর আজকাল মানুষেরও হয়েছে বলিহারি
এই যে মৃত্যু সংবাদ!
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন কজনা পড়ি?
ধ্যাৎ! তুমি পুরানো কালের মানুষ হয়ে গেছো
আজকাল ফ্যাশন হয়ে গেছে RIP,
অথচ কবর যখন দিচ্ছ মুসলমান'ই তো! তাই না?
তবে মৃতের গায়ে RIP'র স্থান কোথায়?
এটা কোন সংস্কৃতি?
একটু ভাবি!
একবারের জন্য হলেও না হয় একটু ভাবি।

২৭ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
ভার্চুয়ালের RIP
 - যাযাবর জীবন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন