এই যে কারণে আর অকারণে তোর দিকে তাকিয়ে থাকা!
এই যে সময় অসময়ে তোকে দেখা!
এই যে ছুতো নাতায় তোকে ছুঁয়ে দেয়া!
এই যে সারাক্ষণ তোর সাথে ঘেঁষে থাকার বাহানা!
সকালে ঘুম থেকে উঠে, বিকেলে চায়ের কাপে
সন্ধ্যায় সামনাসামনি বসে, সুযোগে চুমু ডুবিয়ে
রাতে হাতের নাগালে জড়িয়ে রাখা
আদরে বুকে মাথা
টুকটাক কথা, টুকটাক খুনসুটি
এই যে অনুভব!
এই যে অনুভূতি!
একে কি প্রেম বলে?
আমি বলি টান,
মনের টান;
কেও কেও বলে শরীর, কেও কেও কাম,
আরে প্রেমে তো কাম থাকবেই
বিয়ের আগে অবৈধ
বিয়েতে বৈধ,
প্রথম যৌবনে না হয় প্রতিদিন
দু চার বছর ঘুরলে সপ্তাহে তিন চারদিন
তারপর সময় গড়ালে আরেকটু কম
যুগ গড়ালে সাপ্তাহিক
কুড়ি গড়ালে পাক্ষিক
জয়ন্তীতে মাসিক
তারপর কালে ভদ্রে;
এই যে শরীর!
জীর্ণ হয়, শীর্ণ হয়
মন কিন্তু টান হয়ে রয়
তাই তো কালের স্রোতে বুড়োবুড়ি
দুজন দুজনকে ছাড়া অচল, রাতে ঠিক জড়াজড়ি;
আরে বোকা!
জড়াজড়ি কাম নয়
ওটা প্রেম
ওটা মন
ওটা মনের টান;
যাদের আছে তারাই বোঝে
বাকিরা শরীর খোঁজে।
২০ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
মনের টান
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
মনের টান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন