সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

অন্যরকম ভ্রমণ

আমরা কত কত টাকাই না খরচ করি!
কত কত জায়গায় যে বেড়াতে যাই!
কত কত দামী দামী গাড়িতে চড়ি!
কত কত রকমের উড়োজাহাজেই না উড়ি!
আজকাল তো শুনি চাঁদে যাওয়ারও প্যাকেজ হচ্ছে
তবে এইসব দামী দামী যন্ত্রযানগুলিতে কি একশতভাগ নিরাপত্তা আছে?

মানুষের ভ্রমণ কাহিনী শুরু হয়েছিলো কবে?
কেও হয়তো বলবে লক্ষ কোটি বছর ধরে
কেও হয়তো বলবে এই তো মাত্র অল্প কিছু শতাব্দী ধরে;
একটু মনে করে দেখ তো! তোমার ভ্রমণ শুরু হয়েছিলো কবে?
তুমি বলবে তোমার জন্মের পরে
মহান আল্লাহ্‌ তায়ালা বলেন, না রে বান্দা, বহু বহু বহুকাল আগে
তোর রূহের জন্ম হয়েছিলো আলামুল আরওয়াহ তে,  
সেখান থেকে বহু বহু বহুকাল পরে শতভাগ নিরাপদ এক যানে চড়ে
পৃথিবী ভ্রমণে এসেছিলে, মনে পড়ে?
তোমার যন্ত্রযানটার কথা মনে আছে?
মনে নেই?
আরে তোমার মায়ের উদর!    
মাতৃগর্ভ - একশতভাগ নিরাপদ এক বাহন,
তাই না?
ভাবো, মানুষ ভাবো!

এই যে তোমার পৃথিবী ভ্রমণ! কদিনের জন্য? জানো কি?
এই যে লক্ষ কোটি টাকা খরচ করে এখানে ওখানে যাও!
এই যে চন্দ্র পাড়ি দিচ্ছ! এই যে ছুটছো গ্রহ থেকে গ্রহান্তরে!
সাত আসমান পাড়ি দিতে পারবে?
কিভাবে পারবে বলো? তুমি তো মিল্কিওয়েতেই যেতে পার নি আজো;
তবে আমি বলছি, পারবে
তুমিও পারবে, আমিও পারব
ওখানে যেতে লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না
ওখানে কোন যন্ত্রযান যায় না
একদিন হুট করে ওপর থেকে ডাক আসবে
ইচ্ছে না থাকলেও ভ্রমণে যেতেই হবে;
কেও কেও সাত আসমান পাড়ি দিয়ে একদম ইল্লিইনে
কেও কেও সাত জমিন নীচে সিজ্জিনে
একদম নিখরচায়;
তুমি কোথায় যাওয়ার প্রস্তুতি নিয়েছ?
আমি ভীত সন্ত্রস্ত
তুমি?
ভাবো, মানুষ ভাবো!   

তারপর একটা লম্বা ঘুম - আলমে বারজাক
যদি ইল্লিইনে যেতে পারো তবে শান্তির ঘুম
আর যদি কর্মফলে তুমি সিজ্জিনে চলে যাও
তবে অসহনীয় অসীম লম্বা এক অশান্তির জীবন;    
আমি ভীত সন্ত্রস্ত
তুমি?
ভাবো, মানুষ ভাবো!   

তারপর কোন এক অসীম অপেক্ষার পর
ভয়াবহ বিচার দিবস,
পৃথিবী থেকে আমলনামায় কি নিয়ে এসেছ?
এই যে মৌজ মাস্তিতে জীবনটা কাটিয়ে এসেছ!
মহান আল্লাহ্‌ পাকের প্রশ্নের সম্মুখীন হতে পারবে তো!
ভালো কর্মফলে পুরস্কার - জান্নাত
মন্দ কর্মের তিরস্কার - জাহান্নাম;  
আমি ভীত সন্ত্রস্ত
তুমি?
ভাবো, মানুষ ভাবো!    
 
১৮ সেপ্টেম্বর, ২০২০  

#কবিতা
অন্যরকম ভ্রমণ
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 

https://pin.it/5wwS1KG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন