বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

নানা সম্পর্কের দিবস

আজ ফেসবুক প্লাবিত বাবা মেয়ের ছবিতে
আজ ফেসবুক প্লাবিত মা মেয়ের ছবিতে
আজ কন্যা দিবস,
কাল ফেসবুক থেকে মেয়ে হারিয়ে যাবে
চলে আসবে অন্যকিছু,
জীবন থেকে কি হারিয়ে যাবে?

মা দিবসে ফেসবুক প্লাবিত থাকে মায়ের ছবিতে
বাবা দিবসে বাবার ছবিতে
অথচ বাবা মা অনেকদিন গত হয়ে গেছেন, এখন রয়ে গেছেন স্মৃতিতে
দিবসগুলোর ঠিক পরদিনই মা বাবা ফেসবুক থেকে হারিয়ে যান   
চলে আসে অন্যকিছু,
স্মৃতি থেকে কি হারান?

বন্ধু দিবসে বন্ধু
ভাই দিবসে ভাই
বোন দিবসে বোন
দিবসগুলোতে একদিনই তাদের স্মরণ
আর ফেসবুকে ছবির প্লাবন
বছরের একটা দিনেই যার যার দিবসে তারা  
ঠিক পরদিনই অন্যকিছু,
মনের মাঝে বড্ড ভাবনা আসে, এই যে ফেসবুকের একদিনের স্মৃতিচারণ!  
বাকি তিনশত চৌষট্টি দিন কোথায় থাকে তারা?

আমার কাছে প্রতিদিনই দিবস,  
বাবা দাদা দাদী নান নানী যারা বেঁচে নেই তারা স্মৃতিতে, দোয়ায়
আর মা স্ত্রী কন্যা পুত্র ভাই বোন বন্ধু বান্ধব যারা বেঁচে আছেন
বছরের তিনশত পঁয়ষট্টি দিনই তারা বাস্তবতায়,
বিশেষ দিবস আমাকে টানে না;  
এই যে বন্ধুরা, এই যে পাঠকরা আমার কথায় আবার কিছু মনে করো না
তোমরা যার যার মত দিবস পালন কর
ফেসবুক ভরে ছবি দাও, আনন্দ কর;
অনুভব অনুভূতি যার যার, এক এক রকম প্রকাশ এক একজনার  
আমি কাগজে কলমে শুধু আমার অনুভবের কথাই বলি  
আর তোমাদের নানারকম দিবসের ছবি দেখে পুলক বোধ করি;

কেও বাঁচে ফেসবুকে  
কেও বাস্তবতায়,
সম্পর্কগুলো অনুভবের, অনুভূতির
সম্পর্কগুলো সবার সাথে সবার।


২৮ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
নানা সম্পর্কের দিবস
 - যাযাবর জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন