একদিন খুব হঠাৎ নিথর হবে হাত
হয়তো দিনের বেলায় চোখে অন্ধকার রাত
একদিন খুব হঠাৎ কথা বলবে না ঠোঁট
অসাড় জিহ্বায় আর চাটবে না ঠোঁট
একদিন খুব হঠাৎ বধির হবে কান
চারিদিক সুনসান থেমে যাবে সব গান
একদিন খুব হঠাৎ চোখে নিভে যাবে আলো
চির চেনা পৃথিবীটা আমার চোখে কালো
একদিন খুব হঠাৎ থেমে যাবে হৃদয়
কে জানে কখন কার কি হয়!
একদিন খুব হঠাৎ ঘাড় উত্তর দিকে
কি জানি বলছে সবাই কান্না দিকে দিকে
একদিন খুব হঠাৎ সাদা কাপড় মোড়া
আমার নিথর দেহ আর চারিপাশে তোরা
অনেক ব্যস্ততায় সেদিন মাটি হবে খোড়া
কবরে রাখবি আমায় সাদা কাফনে মোড়া;
তারপর থেকে আমি হয়ে যাব গত
থেমে যাবে জীবনের ব্যস্ততা যত
মৃত্যুটা শাশ্বত, কেই বা আর রবে?
আজ কাল বা পরশু, সবাইকে যেতেই হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
একদিন খুব হঠাৎ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন