বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

বুনন

তুই সুঁইয়ে সুতা গাঁথিস আপন মনে
আমি কাগজে কলম আঁকি ভাবুক মনে

তুই কাপড়ে সুতা বুনে বুনে নকশা তুলিস
আমি কাগজে শব্দ বুনে বুনে বাক্য গড়ি

তোর সুঁই এর ফোঁড়ে রঙিন সুতোয় নকশিকাঁথা
আমার এলেবেলে কথার ফোঁড়ে কাব্য-গাথা

কত রঙের সুতোই না তোর নকশিকাঁথায়?  
আমি শুধুমাত্র জীবন আঁকি নিরস কবিতায়  

নগদ টাকায় লোকে তোর নকশা কিনে  
কয়জনই বা কবিতা পড়ে আজকে দিনে?

লোকে তোকে শিল্পী ডাকে, তুই খুশি হোস
লোকে আমায় পাগল ডাকে, ওরা খুশি হয়

তোর বোনা সুঁই আর সুতো নকশার কথা বলে  
আমার বোনা শব্দগুলো জীবনের গল্প বলে।


২৭ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
বুনন
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 

 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন