আজকাল নগ্নতার বড্ড অদ্ভুত বিশেষায়ণ
বিভিন্ন নামকরণে নগ্নতার বৈধতা জ্ঞাপন
কাপড়ের স্বল্পতায় শরীর দেখানোর নাম ফ্যাশন
যৌনতার আবেদনে ক্যাটওয়াক, শরীরের প্রদর্শন
চৌকোনা বাক্সে অঙ্গভঙ্গির নাম সিনেমা, টেলিভিশন
পোষ্টারে, বিলবোর্ডে বিজ্ঞাপনের নামে নারীর প্রদর্শন
আজকাল খুব সহজ হয়ে গেছে যৌনতা
শরীর ঢেকে রাখা? ও মান্ধাতার আমলের চিন্তা;
ক্যানভাসে নদী নালা খাল বিল, প্রকৃতি আঁকছ?
কটা বিক্রি করতে পারো,? তুমি সাধারণ ক্যানভাস বিক্রেতা,
ওখানে নারী পুরুষ ছড়িয়ে দাও, নগ্নতা নিয়ে আসো!
তুমি পেইন্টার, ওগুলো মাস্টার পিস, আর হুমড়ি খাওয়া ক্রেতা;
পাথরে জীবন খোদাই!
সাধারণ ভাস্কর্য তো করে সবাই
পাথর খুঁড়ে যৌন আবেদন ফুটাতে পারো?
তুমি শিল্পের কারিগর, সত্যিকারের ভাস্কর্য;
কাগজে কলমে জীবনের গল্পগুলো আজকাল পড়ে কজনা?
কবিতা? অল্পকিছু; প্রবন্ধ? হাতেগোনা
গল্পে একটু যৌনতা ছিটিয়ে দাও! তুমি তো কলমের যাদুকর
কবিতায় কাম আঁকতে পার? শরীর? তুমিই কবি, শব্দের যাদুকর;
কবিতায় ঠোঁটে ঠোঁটে কথা, গল্পে বিছানা
পেইন্টিং এ শরীরে শরীর এঁটে থাকা
ভাস্কর্যে যৌনতা ফুটিয়ে তোলা
ফ্যাশনের নামে শরীর প্রদর্শন
এগুলোই আধুনিক শিল্পকলা, শিল্পের বিশেষায়ণ;
কি বললে? অশ্লীলতা!
ওহে! ধ্যান ধারণা বদলাও, তোমার যত্তসব মান্ধাতার আমলের চিন্তা;
আচ্ছা! এই যে নগ্নতা! এই যে শরীর প্রদর্শন!
এই যে যৌনতার নামে শরীর চাটার বন্যা!
তোমার পরিবারে একবার নগ্নতা চিন্তা কর তো!
তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা!
ধ্যাত! ওগুলো তো শিল্পীরা করে, আর্টিস্টরা করে, শিল্পের প্রয়োজনে
কিন্তু ওরাও তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী কারো কন্যা!
আরে আমার পরিবার ধোঁয়া তুলসীপাতা, ওরা কেন এখানে আসবে?
তুমি যাও তো এখান থেকে! শুধুশুধু যন্ত্রণা করো না;
ওহে শিল্প-রসিক, ওহে শিল্পবোদ্ধা! এই যে আধুনিক শিল্পকলা চাটছো না!
একবার ঐ অর্ধনগ্ন শিল্পীর জায়গায় নিজের পরিবারকে কল্পনা করে দেখই না!
তারপর না হয় বলতে এসো, আমার যত্তসব মান্ধাতার আমলের চিন্তা
পারবে কি? আমি পারি না, জানি তুমিও পারবে না।
৩০ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
আধুনিক শিল্পকলা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
আধুনিক শিল্পকলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন