আকাশটা মেঘ গুড়গুড়
টিপটিপান্তি বৃষ্টির সুর
একটু পরেই ঝুমঝুম ঝুম
নামলো আকাশ একদম ধুম
তাকিয়ে আছি চোখ ঘুম ঘুম
টিনের চালে বৃষ্টি ঝুম
মনের চাল বড্ড উদাস
গভীর রাতের বৃষ্টি বিলাস
টিনের চালে টাপুর টুপুর
বৃষ্টি নাচছে জল নূপুর
ঘুমঘুম চোখ রাত দুপুর
মনের মাঝে শ্যাওলা পুকুর
শ্যাওলা পুকুর সবুজ সবুজ
তোকে ভাবতেই মন অবুঝ
ঘুম ঘুম চোখ জেগে উঠে কয়
বৃষ্টি রাতে ঘুম আমার নয়
বৃষ্টি হলেই জল টুপটুপ
মন নদীতে একরাশ ডুব
মেঘগুলো সব কথা বলে
মনের ঘরে ঝড় চলে
বাইরেতে বজ্রপাত ভীষণ
ভেতরেতে স্মৃতির ক্ষরণ
যা বৃষ্টি যা রে চলে
ঘুমকে চোখে আসতে বলে
মন ঘরেতে যদিও তালা
স্মৃতিগুলোর বড্ড জ্বালা
বৃষ্টি রাতে মন তুই তুই
লবণ চোখ, কোথায় রে তুই?
২৪ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
গভীর রাতের বৃষ্টি বিলাস
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
গভীর রাতের বৃষ্টি বিলাস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন