সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মানুষ লিখার চেষ্টা

অনেকে গল্প লিখে   
অনেকে লিখে কবিতা
আমি মানুষ দেখি
লিখার চেষ্টা করি মানুষের কিছু কথা;

মানুষের সব কথা কি আরা লিখা যায়?
জটিল কুটিল একের পর এক ঘোরপ্যাঁচে আবর্তিত হই  
ঘোরপ্যাঁচ মানুষের অনুভবে
ঘোরপ্যাঁচ অনুভূতিতে
চিন্তায়, চেতনায়, চলায়, ফেরায়
সম্পর্কের মাঝে তো কুটিল কুটিল সব প্যাঁচ
মানুষ লিখতে গিয়ে আমি প্যাঁচের মাঝে আটকে যাই
দমবন্ধ হয়ে হাঁসফাঁস করতে থাকি
তারপর একসময় বিরক্ত হয়ে লিখা ছেড়ে উঠে যাই;

মানুষ লিখার চেয়ে কঠিন বোধহয় আর কিছু নাই
এরা ভাবে এক করে আরেক
মুখে এক মনে এক
চলে উত্তরে দেখে দক্ষিণে
আর জটিল কুটিল সব সম্পর্ক গড়ে জনে জনে;

এরা প্রেম করে একজনের সাথে ভালোবাসে আরেকজনকে
বিয়ে করে সম্পূর্ণ নতুন একজনকে
এরা কবুল বলে মানুষকে
বিয়ে করে টাকাকে
বিয়ে করে সম্পদকে
পণ্য করে নারীকে
সংসার করে একজনের সাথে
রাত কাঁটায় আরেকজনের সাথে
ঘরে নিজকীয়া বাইরে পরকীয়া
গাছেরটাও খেতে চায় তলারটাও কুড়ায়
সংসার পাকায় জটিল চুলায়,
আমার কি সাধ্য আছে মানুষ লিখার?
 
তবুও মাঝে মাঝে যখন মানুষের নানা রূপ দেখি
চেষ্টা করি কিছু লিখার
চেষ্টা করি আঁকার
চামড়া আঁকতে গিয়ে শরীর আঁকি
হৃদয় আঁকতে গিয়ে আঁকি রক্ত
মন আঁকতে গিয়ে অন্ধকার আঁকি
আর মানুষ আঁকতে আঁকতে এঁকে ফেলি দানব
কি করব বলো!
আমি মানুষ লিখতে চাই
মানুষের কথা লিখতে চাই
অথচ চারিপাশের মনুষ্যত্বহীন মানুষগুলো দেখে বোবা বনে যাই;

তোমরা ভুল বুঝো না আমায়
এর মাঝেও ভালো মানুষ আছে
অনেক অনেকই আছে
আমি প্রতিনিয়ত তাঁদের খুঁজে বেড়াই
সূর্যের টর্চ জ্বেলে, জ্যোৎস্নার আলো জ্বেলে
কখনো অন্ধকার আকাশে উড়িয়ে ফানুস   
সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তো মানুষ;

একদিন তাঁদের কথাও লিখব, নিশ্চয়ই লিখব;
তাঁদের ভালো ভালো সব কথাগুলো
তাঁদের সুন্দর সুন্দর সব গল্পগুলো
আজ না হয় কিছু অন্ধকার মানুষের গল্পটুকুই থাকলো!

   

#কবিতা
মানুষ লিখার চেষ্টা
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন