আজকাল চারিদিকের দৃশ্য বদল হর হামেশায়
রাত আর দিন কাটে রঙ বদলের খেলায়
ইদানীং অন্ধকারেও রংবেরং এর আলো দেখি
দুপুর সূর্যে মানুষের ভেতরকার কালো দেখি
আর রঙের বদলের সাথে সাথে
মানুষের বদলে যাওয়া দেখি;
এই যে রঙের বদল সাথে সাথে মানুষের
প্রকৃতিও কি বদলায় না? প্রকৃতিও বদলায়;
আলো বদলে গিয়ে অন্ধকার
দিন বদলে হয় রাত
বরফ বয়ে বয়ে হয় নদী
দিনের আকাশে সূর্য, রাতে চাঁদ;
সম্পর্কে রঙের খেলা সবচেয়ে বেশী কখন দেখা যায় জানো?
যখন স্বার্থ চিৎকার করে গান গায়
যখন অর্থ অনর্থের কারণ ঘটায়
যখন রক্ত সম্পর্ক কাটে
যখন জীবন বিফল মনোরথে
আর অনুভূতিগুলো অনুভূতিহীনতায় কাটে;
প্রকৃতির বদল মেনে নেয়া যায়
মানুষের বদলটা মেনে নেয়া বড্ড দায়,
বিশেষ করে খুব কাছের মানুষগুলোর
তবুও মানুষ বদলায়, হরহামেশায়;
চেনা চেনা মুখগুলো খুব অচেনা হয়ে গিয়ে
সম্পর্কের খেলায় সম্পর্কহীন হয়ে হয়ে।
৩১ আগস্ট, ২০২০
#কবিতা
সম্পর্কের খেলা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
সম্পর্কের খেলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন