সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

দ্বিতীয় সুযোগ

এই যে দিনরাত্রি টাকা টাকা টাকা করি!
টাকা কার?
টাকার মালিক কে?
আমি?
সাদা কাফনে  ঐ তো আমি আছি পড়ে  
আর আমার টাকাগুলো আছে সব ব্যাঙ্ক ভরে  
টাকার মালিক যদি আমিই হই!
তাহলে দিয়ে দাও সব কেঁচে কুঁচে আমার সাথে
ঘুমিয়ে থাকি মাটির ঘরে
টাকা চাপা পড়ে;

টাকা কি আলো দেবে ওখানে? ঐ অন্ধকার ঘরে!  
প্রশ্নকর্তার জবাব কেনা যাবে? মুঠো ভরা টাকা দিয়ে!
ইল্লিইনে যাওয়া যাবে টাকার বিনিময়ে?  
শান্তির ঘুম কেনা যাবে, ইলমে বারজাকে?  

এত সহজ?
এই যে টাকা টাকা শুরু করেছিলাম যৌবনের শুরু থেকে!  
বুঝতেই পারলাম না কখন যে চলে এলাম মাটির ঘরে
টাকা টাকা টাকা টাকা করতে করতে,  
কটা দিন কাটিয়েছি স্বস্তি ভরে?
কটা দিন শান্তির ঘুম ঘুমিয়েছি টাকার চিন্তা বাদ দিয়ে?
এখানে যে একদিন আসতেই হবে! একবারও মনে করেছিলাম আগে?
ওখানে কি না হতো টাকার বিনিময়ে?
এখানে কি হবে টাকা দিয়ে?

আহহ্! একটাবার যদি ফিরে যাওয়া যেত মাটির ওপর!   
মাত্র একটাবার!
শুধরে নিতাম সমস্ত ভুলগুলো,
বদলে নিয়ে আসতাম আমলনামাগুলো;

তাই কি?
নাকি আবারও টাকার গোলামী করতাম সব ভুলে গিয়ে!
কে জানে?
হয়তো,
হয়তো না;
মৃত্যু জীবন'কে দ্বিতীয় সুযোগ দেয় না।


০৫ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
দ্বিতীয় সুযোগ
 - যাযাবর জীবন








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন