একটা সময় ছিলো
ভালোবাসার
একটা সময় ছিলো
ধৈর্য পরীক্ষার
প্রেম তখনো ছিলো
প্রেম এখনো আছে
আছে অনুভব অনুভূতি
শুধু সময়টা বদলে গেছে;
একটা সময় ভালোবাসার আদান প্রদান চিঠিতে
মাসে দু মাসে একটা চিঠি
আর মধুর প্রতীক্ষা
দেখা সাক্ষাৎ? হয়তো বছরে এক আধবার
অনেক লুকোছাপায় খুব গোপনে
হাত ধরাধরি! কেও দেখে ফেলবে না তো!
চুমু? ছিঃ
শরীর? প্রশ্নই ওঠে না
তখনো প্রেম ছিলো
ছিলো ভালোবাসার পুরোপুরি বিশ্বাস;
তারপর সময় এলো টেলিফোনের
সেও সপ্তাহে একদিন বা দুদিন
আর বাকি দিনগুলো দিনগোনার
দেখা সাক্ষাৎ? মাসে দু মাসে একবার
কিছুটা গোপনে, কেও দেখে ফেলার লজ্জায়
হাত ধরাধরি! রিক্সার হুড ফেলে
চুমু? কালে ভদ্রে
শরীর? খুব হাতে গোনা
তখনো প্রেম ছিলো
ছিলো ভালোবাসার অনেকটাই বিশ্বাস;
আজকাল সময়টা অস্থির, মোবাইল হাতে হাতে
রিং বাজতেই না ধরলে তুলকালাম কাণ্ড
মেসেজের উত্তর না পেলে মোবাইলে আছাড়
দেখা সাক্ষাৎ? ভিডিও কলে তো প্রতিদিনই হচ্ছে
সামনা সামনি? যখন ইচ্ছে তখনই
গোপনীয়তা? সে আবার কি?
হাত ধরাধরি! সে আবার কি?
চুমু? পরিচয়ের প্রথম দিনেই
বিছানা? মন চাইলেই
শরীর? হরে দরে
এটাকেই এখন প্রেম বলে
ভালোবাসার বিশ্বাস? দেখা যাবে সংসার হলে;
তখন প্রেম ছিলো, বিশ্বাসের সাথে
প্রেম এখনো আছে, ধরণটা বদলে গেছে
সময় বদলাচ্ছে খুব দ্রুত, বদলাচ্ছে সম্পর্কের ধরণ
অস্থির এখনকার মানুষগুলো, অস্থির মানুষের মন;
কে জানে সামনের দিনগুলোতে কি হয়!
চিন্তা করতেও কেমন জানি লাগে বড্ড ভয়।
২১ সেপ্টেম্বর, ২০২০
#কবিতা
বদলাচ্ছে সম্পর্কের ধরণ
- যাযাবর জীবন
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
বদলাচ্ছে সম্পর্কের ধরণ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন