সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্বামী-স্ত্রী

স্বামী-স্ত্রী;
একটা হাইফেন দিয়ে একত্রিত করন
সে না হয় কলমে লেখার জন্য
সম্পর্কটা এই ভুবনে জুরে দেয়া হয়েছে কিছু বিধানের মাধ্যমে
দুটি নর-নারীর মাঝে, ধর্মীয় বিধান;
আসলে কি সম্পর্কটা এই ভুবনে পরস্পরকে জুরে দেয়া?
আরে এ তো মহান আল্লাহ্‌ তায়ালার বানিয়ে দেয়া জোড়া,  
আমরা বেশিরভাগই এই সম্পর্কের সম্মান করি, মিলেমিশে থেকে
অল্প কেও কেও করি অসম্মান, বিচ্ছেদে;

এই যে নর ও নারী পরস্পর নিশ্চিন্তে ছুঁয়ে থাকে!
ঘুমের মাঝেও একজন আরেকজনকে জড়িয়ে রাখে
একজনের হাত পা শরীর আরেকজনের ওপর নির্ভাবনায় নিশ্চিন্তে,
স্বামী-স্ত্রী না হলে সম্ভব?
অথচ অন্য যে কোন সম্পর্কের নর ও নারী, কেও কি কাওকে ধরতে পারি?
কতই না চিন্তা ভাবনা করতে হয়! এই বুঝি হয়ে যায় ছোঁয়াছুঁয়ি!
সাবধানতার চূড়ান্ত দুজনার মাঝেই সম্পর্কের হিসাবে
অথচ স্বামী-স্ত্রী! নিশ্চিন্তে জড়াজড়ি ঘুমায় বেহিসাবে;

এই সম্পর্কটা পবিত্র
পরস্পর বিশ্বাসের, নির্ভয়তার  
আমরা বেশীরভাগই ধরে রাখি
আর অল্প কেও কেও কলুষিত করি;
কলুষিত করি আমাদের কালো মন নিয়ে
স্বার্থ নিয়ে, তুচ্ছাতিতুচ্ছ ইগোর বশবর্তী হয়ে
কলুষিত করি আমাদের রিপু দিয়ে
পর নর কিংবা নারীতে আসক্ত হয়ে,  
কি আছে ওখানে?
শরীর?
সে তো ক্ষণিকের
তাও সবাইকে লুকিয়ে
নয়তো অবৈধ স্খলনের পর কেন চোরের মত পালিয়ে আসি মুখ লুকিয়ে?
আয়নায় মুখ দেখাতে পারি? বিবেকের সামনে;   

সম্পর্কটা কিন্তু রক্তের না, তবুও কি যেন একটা আছে
একটা অন্যরকম টান, আত্মার সাথে
রক্ত সম্পর্কগুলো বিভিন্ন কারণে ছেড়ে যায় সময়ের সাথে সাথে
অথচ এই একটা সম্পর্ক মৃত্যু পর্যন্ত পরস্পর আঁকড়ে থাকে,
যারা ভালোবাসে;  
মৃত্যু! সে তো মহান আল্লাহ্‌ তায়ালারই বিধান।  
      

২১ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
স্বামী-স্ত্রী
 - যাযাবর জীবন


 
ছবিঃ নেট থেকে সংগৃহীত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন