সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

সম্পর্কের নানারূপ

সম্পর্কগুলো বড্ড আজব
কিছুটা মায়া মমতার
কিছুটা অনুভব অনুভূতির
আর বাকিটা স্বার্থের;

এই যে বাবা-মা আর সন্তানের সম্পর্ক!
খুব পবিত্র
তাই না?
তিলে তিলে মানুষ করে তোলা সন্তান
নিজে খেয়ে না খেয়ে সন্তানকে খাইয়ে
সন্তানের পড়ালেখা, তার সবচেয়ে ভালো কাপড়
সাধ্যের বাইরে গিয়ে,
বাবা-মায়ের কিন্তু স্বার্থ আছে
সন্তান মানুষ হবে, বুড়ো কালে লাঠি হবে
ওদের ওপর ভরসা করা যাবে,
যায় কি?
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

অথচ সন্তান!
হয় লেখাপড়ার নামে বিদেশ যাত্রা
বিদেশ যাত্রা তো অগস্ত্য যাত্রা
তারপর বিদেশী মন-মানসিকতা, তারও পর বিদেশী মেম
তারপর দু চার বছরে দেশে একবার
যদি মর্জি হয়,
আর বাবা মা টেঁসে গেলো তো ঝাড়া হাত পা
তখনো কিন্তু শেষ একবার আসে
বাবা-মায়ের সম্পত্তি কি আছে তার বিক্রি করতে
তারপর টা টা বাই বাই চিরতরে
দেশের জন্য টান কোথায়, অর্ধ বিলাতির!
আর দেশে থাকা সন্তান!
ও তো বৌ এর গোলাম,  
যতদিন বাবা-মা'কে দোয়াতে পারে ততদিন গোয়ালঘর
তারপর তো ভাগাড় আছেই, বৃদ্ধাশ্রম নামক বুড়োবুড়ির ভাগাড়
কে আর নিতে যায় দায়িত্ব! বুড়োবুড়ি আজকাল বড্ড যন্ত্রণার;  
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

ভাই-বোন?
আরে সে তো ছোটবেলা থেকেই স্বার্থের লড়াইয়ে অভ্যস্ত
বাবা-মায়ের ভালোবাসায় কার ভাগ বেশি আর কার কম
এই নিয়ে ছোটবেলা থেকেই স্বার্থের দ্বন্দ্ব
তারপর পড়ালেখার, কে কোন নামী দামী স্কুল কলেজে
তারপর স্ট্যাটাসের, কার চাকরি কিংবা ব্যবসায় বেশী উন্নতি
তারপর মারামারি, বাবার সম্পত্তির
সম্পর্কের বলিহারি;
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

স্বামী-স্ত্রী?
এই যে যুগ যুগ পরস্পর জড়িয়ে থাকা!
সেখানেও স্বার্থ, এটা অবশ্য দ্বিপাক্ষিক
কিছুটা অর্থের প্রয়োজনে, কিছুটা শরীরের প্রয়োজনে
কিছুটা অভ্যাসে, কিছুটা পরস্পর নির্ভরশীলতায়  
আর নয়তো নিছক সন্তানের দিকে মুখ চেয়ে,
যে সম্পর্কগুলোতে ভালোবাসা বেঁচে থাকে সেগুলো টিকে থাকে
যে সম্পর্কগুলোতে বিশ্বাস থাকে সেগুলো টিকে থাকে
আর নয়তো সম্পর্ক কাটে পরকীয়া ভাইরাসে;
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

বন্ধু-বান্ধব?
আত্মীয়-স্বজন?
এরা তো অনেক দূরে  
একবার সমস্যায় পড়েই দেখ না!
কে কার তরে?
টাকা চাওয়ার বেলায় এরা হরিহর আত্মা
দেওয়ার বেলায় তুই কে রে?
তারপর সম্পর্কের বলাৎকার
কি চমৎকার! কি চমৎকার!
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

সম্পর্কগুলো খুব অদ্ভুত, তাই না?
স্বার্থ দিয়ে মোড়া
অনুভূতি গিয়ে ঘেরা,
তবুও আমরা সামাজিক জীব
কারণে আর অকারণে সম্পর্কে জড়াই হরহামেশা
তাই না?
আমি তোমার কথা বলছি  
আমি আমার কথা বলছি
আমি সম্পর্কের কথা বলছি
আমি সম্পর্কের স্বরূপ বলছি
আমি সম্পর্কের নানারূপ বলছি;   
আমি সাধারণের কথা বলছি
আমি ঘর ঘরের কথা বলছি,
ব্যতিক্রম তো কিছু থাকবেই!

১৭ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
সম্পর্কের নানারূপ
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন