বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্বপ্নের সমাপ্তি

একদিন স্বপ্নগুলো স্বপ্ন নিয়ে খেলছিল চোখের ভেতর 

একদিন স্বপ্নে স্বপ্নে তুই চলে এসেছিলি স্বপ্নের ভেতর 

অনেক কথোপকথনের পরে 

স্বপ্নে স্বপ্নে তুই চলে এলি ঘরে

তারপর ঘুমটা ভাংতেই চোখে আলো

কোথায় তুই? 

খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে 

মন করে ফেলেছিলেম কালো; 


তারপর পার হয়ে গেছে বহু বহুদিন

এখনো শোধ করা হয়নি সেদিনকার স্বপ্নের ঋণ, 

তারও অনেক অনেকদিন পর 

সূর্যের দিন আর অন্ধকার ঘর 

অনেকগুলো তারার রাত অনেকগুলো অন্ধকার

অনেকগুলো চাঁদ, অনেক রাত জ্যোৎস্নার 

রাতগুলোতে কিছু আলো এসেছিলো

সবুজ বনে হলদেটে দাগ কেটেছিলো 

কিছু বর্ষা ছিলো, ছিলো কিছু বৃষ্টি 

কিছু শীত ছিলো আর ধুসর কুয়াশা

অনেকগুলো শরৎ এসেছিলো, সাদা সাদা মেঘে

অনেকগুলো গ্রীষ্ম এসেছিলো, ভ্যাপসা গরম নিয়ে

বসন্তগুলো এলো আর গেলো নতুন পাতা মেলে 

স্বপ্ন কিন্তু আর আসে নি 

চোখে ঘুম বসে নি

তুই আসবি কি করে? 

তবুও মনের আশে চোখের পাশে পাশে 

স্বপ্ন খেলা করে 

একদিন তুই আসবি বলে

গাঢ় ঘুম স্বপ্ন হলে;  


একদিন খুব জ্যোৎস্না হবে

টকটকে গাঢ় হলুদ জ্যোৎস্না 

সেদিন কুয়াশা থাকবে না আকাশে

থাকবে না সাদাকালো মেঘ 

সেদিন স্বপ্নেরা নেমে আসবে চোখ বেয়ে 

চাঁদের বুড়ি আসবে তোকে নিয়ে,  

দেখিস! আসবেই একদিন সময় 

অপেক্ষার প্রহর 

ছোট কিংবা বড়

লম্বা কিংবা খাটো 

একদিন শেষ হতেই হয়! 


২৪ ডিসেম্বর, ২০২০ 


স্বপ্নের সমাপ্তি

 - যাযাবর জীবন 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন