ওহে কলম!
এই যে তুমি লিখ!
সব কি তোমার কথা?
- নাহ!
কিছু আমার, কিছু তার, কিছু ওর
আর বাকিগুলো অনুর্বর মস্তিষ্কের কল্পনা;
আচ্ছা! এই যে ক্রমাগত লিখে যাচ্ছ!
পেছনের লিখাগুলো পড়ে দেখ?
- আরে নাহ!
এত সময় কোথায়?
আমি ব্যস্ত লিখায়;
এই যে লিখছ!
এগুলোর কথা মনে থাকে?
- উঁহু! আসলে থাকে না
যখন যা মনে আসে সেটুকুতেই কাগজে কাটাকুটি
তারপর স্মৃতি থেকে ছুটি;
তবে লিখে লাভ কি?
- লাভের জন্য তো লিখি না!
তবে লিখ কেন?
- মন ভালো হলে, মন খারাপ হলে
কেও আনন্দ দিলে, কেও দুঃখ দিলে
অসংগতি দেখলে, পশুত্ব দেখলে
কোন অনুভব অনুভূতিতে দাগ কাটলে;
লিখার পর?
- লিখার পর হালকা হয়ে যাই
তারপর সব ভুলে যাই;
আনন্দ ভুলে যাও? দুঃখ?
মানুষের দেয়া কষ্ট?
- আমার অনুভূতি প্রবল
সে সুখেরই হোক আর দুঃখের
দুটোই নাড়া দিয়ে যায়, কিন্তু প্রকাশ তো করতে পারি না
তাই কাগজে আঁকি, কিছুদিন খুব আনন্দে থাকি কিংবা দুঃখে
তারপর ধীরে ধীরে স্মৃতিগুলো ফিকে হয়ে আসে
ভুলে যাওয়া রোগ, ওটা আমার প্রকৃতিতে
ভাগ্যিস ভুলে যাই! না হলে স্মৃতিগুলো বড্ড বেশী খুঁড়ত নিওরণ কোষে;
কোন একদিন লিখতে ভুলে গেলে?
- কবর দিয়ে দিও নিথর কলম'টাকে।
২১ ডিসেম্বর, ২০২০
#কবিতা
কলমের আঁক
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন