শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নদীর গল্প

আমি নদীর কথা বলছি

নদীর গল্প বলছি, 

নদী দেখেছ?

নদী?


ঐ যে কুলকুল বয়ে যায়!

কখনো উচ্ছল কিশোরী দুরন্ত ছলছল   

কখনো পাড় ভাঙ্গা উদ্ভিন্ন যৌবনা 

কখনো ক্লান্ত রমণীর শ্রান্ত লয়ে বওয়া;     

  

নদী কত রকমের জানো?

কিছু ছোট, কিছু বড় 

কিছু মরে যাওয়া, কিছু উন্মত্ত পাড় ভাঙ্গা 

কোথাও ঘোলা পানি, কোথাও সবুজাভ, কোথাও বা নীলচে আভা 

কিছু নদীর পানি টলটলে পরিষ্কার, কিছু নোংরা ময়লা আবর্জনায় কালো  

কিছু নদী না হয় নষ্ট হয়েই গিয়েছে, ভালোও তো অনেক আছে!  


নদীর রূপ জানো?

ভোরের সূর্যে একরকম, দুপুরে আরেকরকম, 

সূর্যাস্তে লালের আভায় রঙিন আর রাতে মিশমিশে কালো;  


নদীর স্বরূপ চেনো? 

গ্রীষ্মে একরকম, শীতে অন্যরকম 

বর্ষায় তাকে চিনতেই পারবে না! উদ্ভিন্ন প্রমত্তা;  


তোমরা তো নদী দেখ সূর্যে, দিনের আলোতে

চন্দ্রে দেখেছ?

জ্যোৎস্নায়? ও রূপ ভুলতে পারবে না; 


একই নদী কত কত রঙ

কত তার ঢং 

ক্ষণে ক্ষণে বদলায় নারীর মতন; 


নদীর বাঁক দেখেছ? 

গভীরতা মেপেছ? 

আগে নারীকে জানো; 


নদী ও নারীর কি অদ্ভুত সাদৃশ্য,  

তাই না? 



০৩ ডিসেম্বর, ২০২০ 


#কবিতা 

নদীর গল্প 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন