বাসর রাত হাতে হাত
ভয় আর শিহরণ বেশী কিংবা অল্প
আঙুলে হাতের খেলায় রচে কিছু গল্প
হাতে হাতে খেলা
পুরোটা রাতের বেলা
আর আবেগের কিছু গল্প
হাতের চাপে হাত
হাতে হাত ঘষাঘষি
অল্প কিংবা বেশী ভাবাবেগ কিছু আসি
মুঠোতে মুঠো বন্ধ
শরীরে শরীর
ঘরময় ম ম কাম গন্ধ
আঙুলে আঙুল ছুঁয়ে হাতের ওপর হাত
শরীর শরীর কথায় পার হয় রাত
ভালোবাসার পুরো রাত
ভালোবাসার বিনিময় শেষে
ক্লান্ত শ্রান্ত দুজন অবশেষে
হাতে হাত জড়িয়ে রয়
ভালোবাসায় জড়িয়ে থাকে কাম
শরীর কথা কয়
শরীরে শরীরে ভালোবাসার বিনিময়
ভালোবাসায় ভালোবাসা, কামে কাম
শরীর জুড়ে আবেশ জড়িয়ে রয়
ভালোবাসা কথা কয়
২০ ডিসেম্বর, ২০২০
#কবিতা
হাতে হাতে গল্প
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন