শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

চুলকানি

চুলকানি আজকাল চারিদিকে 

চুলকানি পদে পদে 

বিরাট চুলকানি শরীর ও মনেতে 

নিজেকে চুলকে চুলকে অন্যের জীবন চুলকাই হেসে,  

চুলকাতে চুলকাতে ঘা করে ফেলেছি স্বভাব ছেয়ে গেছে বিষে 

আমরা খুব ভালো চুলকাতে জানি অপরের মন ঘষে ঘষে;   

 

কেন আমি সোজা চলি

কেন আমি বাঁকা চলি 

কেন আমি হেঁটে চলি

আমি কেন দৌড়াই

কেনই বা আমার হামাগুড়ি,  

আমার চলনে বলনে অন্যের চুলকানি; 


কেন আমি ভাত খাই 

কেন আমি রুটি খাই 

খাই না কেন মুড়ি  

সবজি কেন এত প্রিয় 

গরুতে কেন এলার্জি,  

আমার খাওয়া দাওয়ায় অন্যের চুলকানি; 


কেন আমি আস্তিক 

কেন নই নাস্তিক 

কেন নামাজ পড়ি, মসজিদে কেন 

কেন রোজা রাখি 

আর মানি ধর্ম,  

আমার ধর্মে কর্মেও অন্যের চুলকানি;  


কেন আমি শার্ট পড়ি 

কেন পড়ি ফতুয়া 

কেনই বা স্যুট টাই কখনো পড়ি না 

কাপড়টাই কেন পড়ি

উলঙ্গ কেন থাকি না,  

আমার কাপড় চোপড়ে অন্যের বড় চুলকানি


কেন আমার টাকা নাই 

আমার কেন এত আছে 

আমার কেন ঘর নাই

কেন আমার বাড়ি আছে 

কেন আমি থাকি এখানে ওখানে,  

আমার জীবনযাত্রায় অন্যের খুব চুলকানি;


মানুষের এই যে এত এত চুলকানি! এর ঔষধ নেই কোন?

চুলকানির এত ঔষধ বাজারে তবুও চুলকানি থামে না কেন? 

চুলকানি চুলকানি শরীরেতে চুলকানি 

তারচেয়ে অনেক বেশী চুলকানি মনে, 

কে কোথায় কেমন আছে, কার কি দোষ ত্রুটি 

ক্রমাগত খুঁড়তে থাকি জনে জনে;  


আদতে দোষ তো ঔষধের না, দোষ স্বভাবের 

কাওকে দেখলেই আমাদের চুলকায়

হোক তার খারাপ আর ভালো

চুলকাতে চুলকাতে আমাদের মন হয়ে গেছে কালো,  

আমার পদে পদে তুমি চুলকাও, তোমার প্রতি পদে আমি 

চুলকানি চুলকানি, দুনিয়ার চুলকানি; চুলকাতে আমরা সবাই জানি।


০৩ ডিসেম্বর, ২০২০


#কবিতা

চুলকানি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 


 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন