জীবনের প্রতিটা স্তরে আলাদা আলাদা বোধের জন্ম হয়
বোধের সাথে সাথে চাহিদার ধরণ
চাহিদার সাথে সাথের প্রাপ্তির আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষার সাথে সাথে চারিত্রিক পরিবর্তন;
শিশুকাল আর কৈশোরের বোধ আলাদা
আলাদা চাহিদা
কৈশোর আর যৌবনের বোধ আলাদা
আলাদা চাহিদার তীব্রতা
আলাদা প্রাপ্তির আকাঙ্ক্ষা
অপ্রাপ্তিতে অসন্তোষের ধরণও আলাদা
অসন্তোষে মানুষ থেকে অমানুষের সূচনা
সম্ভবত এ সময়টাই জীবনের টার্নিং পয়েন্ট
টার্নিং পয়েন্ট মানুষ হওয়া আর বখে যাওয়া
টার্নিং পয়েন্ট মনুষ্যত্ব ও পশুত্বের বিভাজন
তারপর মনুষ্যত্ব ও পশুত্ব বোধে জীবন যাপন;
যৌবন আর প্রৌঢ়ত্বের বোধ আলাদা
আলাদা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি
আলাদা চাহিদা ও প্রাপ্তির আকাঙ্ক্ষা
যৌবনের পশুত্ব প্রৌঢ়ত্বে স্তিমিত হয়ে আসা
যৌবনের মনুষ্যত্ব প্রৌঢ়ত্বে গভীর হয়ে বসা
পরকালের বোধ মাথায় আসা
মৃত্যুর চিন্তা উঁকি দিচ্ছে কি?
বেশিরভাগ মানুষের এবার ধর্মে কর্মে মন
আর অল্প কিছু মানুষের পশুত্বে জীবন যাপন;
প্রৌঢ়ত্ব আর বার্ধক্যের বোধ কাছাকাছি
পিছু ফেলে আসা জীবনের দিকে উঁকি
কিছু ভুল হয়ে গেলো কি?
মৃত্যু চিন্তা ধর্মকর্ম পরকাল এগুলোই বেশি
চাহিদা খুব বেশি টানে কি?
আকাঙ্ক্ষা শারীরিক সুস্থতা
সন্তানের মঙ্গল আর পারিবারিক স্বস্তি;
জীবনের শুরু থেকেই মনের মধ্যে একটা বোধের জন্ম
আমরা বোধের মধ্যে থাকি, বোধের মধ্যেই বাঁচি
এক এক জনের বোধোদয় জীবনের এক এক সময়ে
প্রত্যেকেরই পরিবর্তন বিবেকের বোধোদয়ে।
০২ ডিসেম্বর, ২০২০
#কবিতা
বিবেকের বোধোদয়
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন