ঐ যে পথটা যে দেখছিস
মিলিয়ে গেছে দূরে বহুদূরে, সেই প্রায় দিগন্তের কাছে
কোথায় গেছে? আকাশে মিশে?
নাকি অন্য কোন দেশে?
একদিন আমিও ঐ পথ হেঁটে চলেছিলাম একা
সরল সোজা, উঁচু নিচু, এবড়োথেবড়ো বন্ধুর পথ
পথ তো একাই চলতে হয়
পথের কিংবা জীবনের পথ
মাঝে মধ্যে হয়তো সঙ্গী জোটে, কিছু পথ একসাথে হাঁটে
তারপর আবার যে যার পথে আলাদা;
এই যে পথটা দেখছিস! এটা কিন্তু শুধু একটা পথ নয়
আমি বলি প্রতীক,
জীবনের পথও কিন্তু এমনই
কোথাও সরল সোজা, কোথাও আঁকাবাঁকা
কোথাও বা এবড়োথেবড়ো বন্ধুর,
আর শুরুতে পথটা চলতে হয় একা
মাঝে মধ্যে পথের সঙ্গী মেলে, মাঝে মধ্যে জীবন সঙ্গী
পথের সঙ্গী অল্প কিছু পথ চলে, বন্ধুর পথ হলে সে অন্য পথ ধরে
বেশীরভাগ জীবন সঙ্গী পুরোটা পথ সঙ্গে চলতে চায়
কেউ কেউ হাঁড়িকুঁড়ির ঠোকাঠুকিতে মাঝপথেই পথ আলাদা হয়ে যায়
কেউ কেউ হাঁড়িতে হাঁড়ি ঠুকে ঠুকে বন্ধুর পথে এগিয়ে যায়
আর বাকিরা পথের শেষ পর্যন্ত সঙ্গে থাকে, অনুভবে একসাথে
জীবনের সাথে ওতপ্রোত গাঁটছড়া বেঁধে;
কোন এক পথের বাঁকে পথ চলতে গিয়ে
দেখা হয়েছিলো আমাদের দুজনের
একটি দুটি করে পদক্ষেপ একসাথে
কিছুক্ষণ পথ চলার পর চোখাচোখি, একটু মুচকি হাসি
তারপর কদমে কদম মেলানো,
চুপ করে কি আর পথ হাঁটা যায়?
একসাথে পথ চলতে চলতে টুকটাক কথা চলেই আসে
টুকরো কথা থেকে পরস্পরকে বোঝার চেষ্টা;
সেই যে পথ চলা শুরু আজো চলছি
আজো জীবন পথে কথা বলছি
আজো পরস্পরকে বোঝার চেষ্টা করছি
একসাথে, এক থেকে, এক পথে;
সেদিন পথে চলতে চলতে কথা বলতে বলতে
হাতের স্পর্শে প্রেমের খুনসুটি
মুঠোতে মুঠো পুরে নিতেই নির্ভরতার গন্ধ
চোখে চোখে তাকিয়ে থেকে ভালোবাসার রঙ চেনা
এবার শক্ত হাতে হাত ধরে পথ চলা,
সে হাত আর ছাড়া হয় নি
তারপর তো আমার জীবন পথের সঙ্গী;
এভাবেই পথ থেকে জীবন জীবনের গল্প
কখনো ভালোবাসা বেশী কখনো অভিমান অল্প
এবড়োথেবড়ো বন্ধুর পথ সরল করার চেষ্টায় দুজনাই রত
সুখে দুঃখে জীবন পথ পাড়ি অবিরত আর অবিরত,
পথ কিন্তু ঠিক পথের জায়গায় পথে
অবস্থানের পরিবর্তন শুধু মানুষের মাঝে
চলায়, বলায়, ভালোবাসায়
অনুভব আর অনুভূতিতে;
মানুষের পরিবর্তনে জীবন পথ বদলে যায়
ঐ যে রাস্তাটা দেখছিস! ওটা কিন্তু ঠিকই রয়ে যায়,
মানুষ হয়তো জীবন রাস্তা থেকে প্রয়োজনে সরে যায়
পথটা পথের জায়গায় ঠিক রয়ে যায়;
আবার নতুন কেউ পথ মাড়াবে
আবার নতুন জোড়া হাতে হাত পরবে
আবার নতুন একটা গল্প হবে
রাস্তার পথ থেকে আবার জীবনের পথ হবে;
কেউ পথ হাঁটে একা একা
কেও সঙ্গী খোঁজে,
পথের আর সঙ্গী কোথায়?
একাকী পথ সবাইকেই পথে ধরে।
কি ভালোই না হতো!
পথের শেষটা যদি আগেই দেখা যেত
পথের পথের
কিংবা জীবন পথের।
০১ ডিসেম্বর, ২০২০
#কবিতা
পথের পথ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন