শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কলম তুমি মনের ভাবে

কলম তুমি কখন লিখ?.

যখন আমার মন খারাপ; 


মন খারাপে কি লিখ? 

কবিতার টুকরো শব; 


কেন কান্না লিখতে পার না? 

পারি তো! যখন আমার হাসি পায়! 


মাঝে মাঝে যে হাসি আঁক?

ওটা চরম মন খারাপে; 


আর কান্না পেলে? 

সূর্যাস্ত দেখি, জ্যোৎস্না আঁকি; 


ভালোবাসা আঁকতে পারো? 

অপছন্দ যখন ঘিরে ধরে;  


রিপু লিখ কখন?

কাম সাগরে ডুব দিয়ে; 


আচ্ছা! স্বার্থ আঁকতে পার? 

এঁকেছি তো! সম্পর্ক ভেঙে; 


তাহলে সম্পর্ক আঁকবে কি দিয়ে? 

একলা রাতে, অন্ধকারে; 


একদিন কিছু আনন্দ এঁকে দেখাও না! 

ওটা তো এঁকেই যাচ্ছি, কাঁদতে কাঁদতে।


১৫ ডিসেম্বর, ২০২০


#কবিতা 

কলম তুমি মনের ভাবে 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন