শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

সংজ্ঞার খোঁজে

স্বাধীনতা দিবসে কোথায় জানি পরাধীনতার শিকলের ঝনঝন ঝনঝন শব্দ 

বিজয় দিবসে পরাজয়ের গ্লানিবোধ 

তবে কি স্বাধীনতা আসে নি?

বিজয় রচে নি?


শহীদ দিবসে আজো কি শহীদ হচ্ছে না বর্ডারে?  

ভাষা দিবসে ভাষার অবমাননা! 

নারী দিবসে ধর্ষণ 

পুরুষ দিবসে খুন;


বাবা দিবসে ভিটে ছাড়া হয় বৃদ্ধ বাবা 

মা দিবসে বৃদ্ধাশ্রমে অসুস্থ মা 

বোন দিবসে স্বার্থের কথোকথা

ভাই দিবসে ভাগ বাটোয়ারা;  


ভালোবাসা দিবসে ভায়োলেন্স 

বিবাহ বার্ষিকীতে পরকীয়া 

জন্মদিনে মৃত্যুর সমন 

এগুলো আজকাল খুব হরেদরে; 


বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সন্তান এগুলো এক একটা শব্দ

সম্পর্কের সাথে জড়িত, 

কিছু সম্পর্ক আমারও আছে, আছে কিছু স্বার্থ 

একটা ঘরও আছে আমার, আর আছে কিছু মানুষ; 

সম্পর্কগুলোতে সুখ আছে কি?  

সুখের সংজ্ঞা খুঁজছি; 


স্বাধীনতা, বিজয়, ভাষা, শহীদ এগুলোও এক একটা শব্দ 

দেশের সাথে জড়িত, 

আমার একটা দেশ আছে, লাল সবুজের পতাকা আছে

আমার একটা ভাষা আছে, আমার ভাষায় দিবস আছে; 

আমি কি স্বাধীন?

স্বাধীনতার সংজ্ঞা খুঁজছি। 



১৭ ডিসেম্বর, ২০২০ 

#কবিতা

সংজ্ঞার খোঁজে 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন