বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

দৃষ্টি

চোখ অনেক কথাই বলে, 

মানুষের চোখ; 


পুরুষের চোখের ভাষা একরকম

নারীর অন্যরকম

পুরুষ কবে নারী পড়তে চেয়েছে? চোখ পড়ে;

নারী কিন্তু পুরুষ পড়ে নেয়, চোখ পড়ে; 


কেউ কেউ চোখ পড়তে পারে, কেউ পারে না

বেশিরভাগ মানুষ চোখের দিকে তাকায়ই না

ওরা শুধু অবয়ব দেখে, তাকিয়ে থাকে শরীরের দিকে

বিশেষ করে পুরুষ লোকে, সামনে যখন নারী থাকে; 


নারী কিন্তু চোখ দেখেই মন পড়ে নিতে পারে

পুরুষের মনের ভাষা যখন চোখে ফুটে ওঠে

বিশেষ করে চোখে যখনই নোংরা লালসা ভাসে 

বোকা পুরুষ শুধু শুধুই দূর থেকে বিকৃত দৃষ্টি হানে;


ওহে! দৃষ্টি হানছ কেন?

 - আরে! আমি তো শুধু দেখছি!


দেখছ না চাখছ?

 - নিজের কাজে যাও তো বাপু!


পুরুষের দৃষ্টি পেছন থেকেও নারীর পিঠে বিঁধে থাকে  

নারী সামনে হাঁটে অস্বস্তি নিয়ে, আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে।


 

২৭ ডিসেম্বর, ২০২০


#কবিতা


দৃষ্টি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 


 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন