বল্টুটা কিঞ্চিত বোকা
পদে পদে তাই খায় ধোঁকা
অফিসে বসের কথার টিপ্পনী
আর বল্টুর সমস্ত শরীর জুড়ে জ্বলুনি;
একদিন জ্বলুনি সইতে না পেরে নিজেকে বললো
ধ্যুর ছাতা! সইব না আর কথার খোঁটা
নিজেই ব্যবসায় নামি, সহ্য করব না কারো কথা
মানুষের কথায় মনে লাগে বড্ড ব্যথা;
চাকরি ছেড়ে বল্টু নামলো ব্যবসায়
কথার খোঁটা থেকে একটু মুক্তি যে চায়
অনেক চিন্তা করলো, কি করা যায়?
বন্ধু বান্ধব সব বিভিন্ন কোম্পানির মাথায়;
ভাবলো বন্ধুরা আছে যখন
টুকটাক কাজ তো পাবই তখন
কি করা যায়? ভাবে ওদের কাছে যাই
তারপর বুদ্ধি নিয়ে শুরু করলো ব্যবসা সাপ্লাই;
নানা রকম আইটেম বল্টুর ব্যবসায়
ওগুলো নিয়ে বন্ধুদের অফিসে অফিসে যায়
কদিনেই বন্ধুদের বিরক্তি চোখে ভাসে
চুন পড়তে থাকে বল্টুর ব্যবসার আশে;
বিশজন বন্ধুর অফিসে ঘুরলে কাজ দেয় একজন
কমদামী মালের কোয়ালিটি নিয়ে তর্জন গর্জন
স্যাম্পলের সাথে বল্টু সাপ্লাই মিলিয়ে দেখায়
তোমার কম দামির মালের অর্ডারে আমার কি দায়!
কম তেলে মুচমুচে ভাঁজতে যদি না পারো
ব্যবসায় এসেছ কেন? অন্য কিছু করো
কথা কাটাকাটিতে বন্ধু আটকে দেয় বিল
অর্ধেক বিল তুলতেই বল্টুর বন্ধুত্বে লাগে খিল;
ঠোকর খেয়ে বুঝলো বল্টু, ব্যবসায় ঝামেলা বেশী
এখানে কাউকেই করা যায় না খুশি
কাজ পেতে এক কথা, কাজ পেলে আরেক
বিল তুলতে টেবিলে টেবিলে, ঘুষ যন্ত্রণা আরেক;
একজন বসের কথার হুলে চাকরিটা দিয়ে ছেড়ে
হাজার বস চারিদিকে এখন বল্টুর জীবন ঘিরে
কথার টিপ্পনী সয়ে সয়েই জীবন চলে হরেদরে
আর কথা বেচেই আজকাল বল্টুর পেট ভরে।
৩০ ডিসেম্বর, ২০২০
#কবিতা
কথার টিপ্পনী
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন