স্পর্শ চেনো?
স্পর্শে অনুভব, স্পর্শে অনুভূতি;
কিছু স্পর্শ আনন্দের
অনুভব ভরসার
কিছু স্পর্শ গা রিরি করা
অনুভব ঘৃণার,
কিছু স্পর্শ পরিচিত
কিছু অপরিচিত
কিছু স্পর্শ অনুভব জাগায়
কিছু স্পর্শ মানুষ চেনায়;
বাবার স্পর্শ নির্ভরতার
মায়ের স্পর্শ আদর মাখা
ভাইয়ের স্পর্শ ভ্রাতৃত্বের
বোনের স্পর্শ স্নেহে ভরা
সন্তানের স্পর্শে সিক্ততা,
এ সম্পর্কগুলো রক্তের তবুও স্পর্শ স্বল্প সময়ের
একটি স্পর্শ সারাজীবনের, সেটি দাম্পত্যের;
স্বামী স্ত্রী যুগ যুগ পরস্পরের স্পর্শে কাটায়,
কিছু দম্পতি ভালোবাসায়
কিছু দম্পতি অনুভূতিহীন হয়ে
আর কিছু দম্পতি বিশেষ সময়ের স্পর্শ সয়ে যায়, বিবমিষায়
এরা কিছুটা বাধ্য হয়েই দাম্পত্য কাটায়
স্পর্শ অসহ্য হয়ে গেলে বিচ্ছেদে দুজন দুদিকে;
আমি স্পর্শের কথা বলছি,
আচ্ছা! স্পর্শ কি শুধুই ছুঁয়ে দেয়া?
০৭ ডিসেম্বর, ২০২০
#কবিতা
স্পর্শে অনুভব, স্পর্শে অনুভূতি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন