শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

সুখ দুঃখ পিঠাপিঠি

এই যে কাঁদছ! 

অনেক দুঃখ বুঝি?

গতকালের কথা স্মরণ করো তো!

ওখানে অনেক আনন্দ ছিলো

হাসি ছিলো তোমার মুখে

তাই না?


ঐ যে শীতের পাতাঝরা ন্যাড়া ন্যাড়া গাছগুলো দেখছ!

ওগুলো চিরদিন কি এমনই ছিলো?

গতকালের বর্ষায় তো সবুজ দেখে চোখ জুড়িয়েছিলে

তবে শীতের গাছগুলোকে দেখে মন খারাপ কেন?

এই তো! সামনেই বসন্ত

আবার কচি কচি পাতায় ছেয়ে যাবে গাছগুলো

তারপর হালকা সবুজ থেকে গাঢ় সবুজে রং বদলাবে পাতাগুলো 

আবার শীতের আগমনে লাল হতে হতে ঝরে যাবে

এটাই গাছের জীবনচক্র 

তাই না? 

একটু ভেবে দেখো তো! 

মানুষের জীবনের সুখ দুঃখগুলোও এমনই 

তাই না?


ঐ যে মরা নদীটাকে দেখছো! জীর্ণ শীর্ণ খালের মত 

ওগুলো সবসময় কি এমনই ছিলো?

এই তো গত বর্ষায় প্রমত্তা হয়েছিলো দুকুল ছাপানো 

আজ মরা নদী দেখে তবে মন খারাপ কেন? 

আবার মেঘ করবে আবার বৃষ্টি নামবে

আবার মরা নদীতে জোয়ার আসবে 

ফুলে ফেঁপে কলকল ছলছল করে দুকুল ছাপাবে  

তারপর আবার হেমন্তে পানি নামতে নামতে শীতে মরা খাল 

এটাই নদীর জীবনচক্র

তাই না? 

একটু ভেবে দেখো তো! 

মানুষের জীবনের সুখ দুঃখগুলোও তেমনি  

তাই না?


দুঃখ মানুষের জীবনেই আসে

কিছুদিন থাকে তারপর মিলিয়ে যায়

অল্প কিছু থাকে বেশ কিছুদিন ধরে 

সুখও মানুষেরই জীবনেই আসে 

কিছুদিন থাকে আবার দুঃখে ছায়

অল্প কিছু ভাগ্যবান দুঃখ থেকে দূরে; 

 

অন্ধকার দেখছ? 

পেছনে চাঁদও আছে 

সূর্য দেখছো

রাত কিন্তু সামনে, 

সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী আর পিঠাপিঠি ভাইবোন

এ দুটোকে নিয়েই জীবনের যত আয়োজন। 


০৪ ডিসেম্বর, ২০২০

#কবিতা

সুখ দুঃখ পিঠাপিঠি 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন