একটা সময় ছিলো সারারাত শুয়ে থাকতি বুকের ওপর
বুকের ধুকপুকে ঘুমপাড়ানি গান
আর পুরোটা বিছানা খালি,
একটা সময় বুক থেকে নেমে এলি হাতের ওপর
তখনো একটা বালিশেই বেশ হয়ে যেত
বিছানাটা তখনো বেশ খালি খালি,
তারপর দুটো বালিশ এলো
যার যার বালিশে মাথা রেখে হাতে হাত স্পর্শ
বিছানার কিছু জায়গা নষ্ট,
তারপর সময়ের সাথে একটা বালিশ এলো পাশবালিশ হয়ে,
আজকাল যার যার বালিশ আর যার যার কোলবালিশ
ওরাই পুরোটা বিছানা দখল করে থাকে,
এক কোনে তুই
এক কোনে আমি;
সময় কতকিছুই না বদলে দেয়!
অনুভূতিগুলো কি বদলায়?
ভালোবাসা?
আজকাল পুরনো স্মৃতিগুলো বড্ড ভাবায়।
০৮ ডিসেম্বর, ২০২০
#কবিতা
সময়ের পরিবর্তন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন