কত কত উপহারই না পেয়েছি জীবনে!
নানা রকম উপহার,
কিছু উপহার মানুষের দেয়া
আর কিছু কৃতিত্বের স্বীকৃতি;
বস্তুগত কিছু উপহার এখনো সাজানো আছে আলমারিতে
ওগুলোর দিকে চোখ পড়লেই মনে পড়ে যায় পুরনো সব দিনের কথা
প্রত্যেকটা উপহারেই জড়িয়ে আছে অনেকগুলো স্মৃতি
কিছু আনন্দের আর কিছু বেদনার, তবে ওগুলো গোনা গুনতি,
বস্তুগত উপহারের মধ্যে লেখকদের হাত থেকে পাওয়া
ছাপা অক্ষরের বইগুলো আমার কাছে সবচেয়ে বেশী দামি;
অবস্তুগত উপহার আমার ঝুলিতে অনেক অনেক বেশী,
ভাবছ, অবস্তুগত উপহার আবার কি?
প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যাচার, ধূর্ততা, অপমান আর পদে পদে ধোঁকা
এগুলোও তো উপহারই, আর জীবনে এগুলোর কোনটাই তো কম পাই নি,
আপন কিংবা পর জীবনের এক একটা স্তর,
উপহার দিয়ে গেছে বিভিন্ন জনে, যেগুলো পুরো স্মৃতির আলমারি ঠাঁসা
আর মস্তিষ্কের পুরোটা জুড়ে এলোমেলো ছড়ানো ছিটানো
অবস্তুগত উপহারের বাসা;
কি ভাবছ! এ উপহারগুলো আমায় খুব কষ্ট দিচ্ছে?
আরে নাহ! কোন একটা সময় দিয়েছিলো, আমার খুব দুর্দিনে
তারপর সময়ের সাথে সাথে উপহারগুলো তো রয়ে গেছে
তবে কষ্টগুলো সয়ে গেছে
আর যারা ঐ উপহারগুলো দিয়েছিলো! তারা তো এখন সামনেও আসে না,
কখনো ভুলে সামনে পরে গেলে চোখ তুলে তাকাতেই পারে না!
অবস্তুগত হাজার দুঃখের উপহারের ফাঁকে ফাঁকে
অন্যরকম কিছু উপহার লুকিয়ে আছে
যেগুলো আনন্দ দেয়
যেগুলো দুঃখের উপহারগুলোকে ভুলিয়ে দেয়,
কিছু সত্যিকারের বন্ধু
ব্যর্থ কিছু প্রেম
দাম্পত্য
বাবা-মা
সন্তান
কিছু কিছু মানুষের অযাচিত ভালোবাসা
স্মৃতির আলমারিতে এগুলোও কম নয় ঠাসা;
আজকাল কেন জানি প্রায়শই ঘরের আলমারিটার সামনে যাই
বস্তুগত উপহারগুলোতে চোখ বুলাই, কিছু স্মৃতি খুঁড়ে;
আবার যখনই একলা থাকি, মনের আলমারিটা খুলে খুলে দেখি
ওখানে থরে থরে সাজানো সুখ ও দুঃখের অবস্তুগত উপহারগুলো,
আমি একটি একটি করে উপহার নামাই, কিছুক্ষণ চেয়ে থাকি
ঝেড়ে মুছে আবার মনের আলমারিতে তুলে রাখি, স্মৃতির পালক মুড়ে;
মানুষের জীবনে কত রকম উপহারই না থাকে!
আমি অবস্তুগত উপহারে পরিপূর্ণ, স্মৃতির উপহারের ভীরে।
২৮ ডিসেম্বর, ২০২০
#কবিতা
নানা রকম উপহার
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন