চোখের পলকে উড়ে যায় সময়
স্মৃতির পালকে জমে থাকে কিছু স্মৃতি,
সময় একটা অদৃশ্য গাড়ি
মুহূর্তগুলো পিছু ফেলে মুহূর্তের ঝড়ো গতি;
ভালোবাসার প্রথম দেখা, মনে আছে?
এই তো সেদিন! অথচ পার হয়ে গেছে যুগ যুগ
মাঝে মাঝে মনে হয়, যদি সময়কে ধরে রাখা যেত!
আয়নার চেহারায় এত কি বলিরেখা হতো?
সময় দৌড়চ্ছে সময়ের দৌড়, সময় কি দেখা যায়?
মাঝে মধ্যে ঝাপ্সা চোখ কিছু ঝাপ্সা স্মৃতির বেদনায়
চোখ অতটা খারাপ নয় তবুও চশমার কাঁচ ঘোলা ঘোলা
শীতের কুয়াশায় মনে যখনই কিছু অলস স্মৃতির খেলা;
স্মৃতির কিছু পালক ওখানে ছিলো, কিছু পালক এখনো এখানে
কিছু স্মৃতি মধু মাখা ছিলো, কিছু তিক্ত আর ছিলো কিছু মিশ্র
পালকগুলোয় মন বুলোতেই মনে মনখারাপের ছায়া
আর স্মৃতিগুলো মন খুঁড়তেই মনে ভালোবাসার কায়া।
২৩ ডিসেম্বর, ২০২০
#কবিতা
স্মৃতির গাড়ি
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন