বুধবার, ১ এপ্রিল, ২০১৫

দোষ



দোষ
- যাযাবর জীবন

তোকে দেখতে গিয়ে স্বপ্ন দেখে ফেলেছিলাম
সে তো আমারই দোষ
স্বপ্নের কি করার আছে?
কিংবা তোর?

যে কোন সময়ই তো ভিজে যেতে পারে
মাটি কিংবা মন
কথা বললেই ভিজে যেতি তুই
যখন তখন।

মেঘের দোষ দিয়ে আর কি হবে?
বৃষ্টিতো হতেই পারে যে কোন সময়
আকাশে
কিংবা চোখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন